চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় ওই যাত্রীদের আটক করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল পৌনে সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট যোগে তারা চট্টগ্রাম আসেন। পরে তাদের সন্দেহজনক মনে হলে তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন- চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ নাজমুল হক, সন্দ্বীপের মোহাম্মদ আনোয়ার শাহ ও কক্সবাজারের চকরিয়ার মোবারক আলি।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ।
তিনি জানান, ওই তিন যাত্রীকে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে আনুমানিক ১ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়। তারা এই স্বর্ণ তাদের কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিলেন।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।