অবশেষে এলো বহুল কাঙ্খিত স্বস্তির বৃষ্টি। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
চট্টগ্রামস্থ পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারেক আজ সন্ধ্যায় জানান, গতকাল সন্ধ্যা ৬ টা থেকে আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিষ্পাত, ঝড়ো হাওয়া এবং বিক্ষিপ্তভাবে শীলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল বিকেল থেকে আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যায়। রাতে ক্ষণে ক্ষণে ফোটা ফোটা বৃষ্টি হলেও আজ সকালে কয়েক দফায় হালকা বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাতও। সকালের পর থেকে বৃষ্টি না হলেও সারাদিন চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সাথে বাতাসও। ফলে গত কয়েকদিনের লু-হাওয়া থেকে স্বস্তি মিলেছে এ অঞ্চলের মানুষের।
আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনার আভাস দিয়েছে। কালবৈশাখী ঝড়ের প্রভাবে আগামীকাল শুক্রবার চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রামে বহুল কাঙ্খিত স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক