রাঙ্গুনিয়া উপজেলার রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী বেতাগী চম্পাতলী হাফেজ বজলুর রহমান (র:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সমনে সড়ক পথে যাতায়াত কারী ছাত্র ছাত্রীরা যে কোন সময় দুর্ঘটনায় পড়ার আসংখায় উদিগ্ন অভিবাবকরা। সদ্য কংক্রিট দিয়ে ঢালাই করা সড়কটি পূর্বের তুলনায় বেশী উঁচু করায় এবং সড়কের দু’পাশে পর্যাপ্ত মাটি না থাকায় সড়ক দিয়ে গাড়ি চলাচলে দুর্ঘটনার পাশাপাশি বিদ্যালয়ে শত শত ছাত্র ছাত্রীরা এই সড়ক দিয়ে চলাচলের সময় দুর্ঘটনায় পড়ার আশংকার কথা জানিয়েছেন অনেক অভিবাবক। তাদের মতে এক দিকে গাড়ি অন্য দিকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের চলাচল যেন ঝুঁকি পুর্ণ হয়ে পড়েছে। এই নিয়ে আজাদুল ইসলাম সাগর বলেন সড়কটিতে চলাচলে ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে সড়কের পাশে পর্যাপ্ত মাটি না দেওয়ায় এটি এখন মরণ ফাঁধে পরিণত হয়ে উঠেছে। এতে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা, সড়কটিতে যে ভাবে কাজ করা হয়েছে আগামী বর্ষায় সড়ক পাশ্র্বে পানি জমে সড়ক নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার সংখ্যা দেখা দিয়েছে এই ব্যাপারে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান বিষয়টি নজরে নেওয়া প্রয়োজন বলে মনে করেন । এই নিয়ে মধ্যবেতাগী সচেতন ব্যক্তি মমতাজুল হক বলেন সড়কটিতে কাজ করার সময় গভীর না করে সামান্য বেলা মাটি দিয়ে এজিং বসিয়ে ঢালাই করার ফলে সড়কটি উচু হয়ে যায় বিষয়টি তারা মাথায় না নিয়ে কাজ সম্পন্ন করার ফলে এটি এখন ঝুঁকি পুর্ণ হয়ে পড়েছে। তবে এখনো সময় আছে সড়কটির দুপাশে মাটি ভরাট করে দিলেই এই সড়কে দুঘটনা এড়ানো যেতে পারে অচিরেই এই ব্যবস্থা না নিলেই দুঘটনার শংকা রয়ে যাবে এই ব্যপারে তিনি চেয়ারম্যান এর সুদৃষ্টি কামনা করেন ।
এই বিষয়ে জানতে চাইলে বেতাগী ৪ নং ওয়াড় মেম্বার আশরাফুল করিম পরে জানানোর কথা বলে এরিয়ে যান। সড়কটির দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল ।