গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। রেজি নং – ১৬৯

অর্থনীতি শক্তিশালী করতে এসএমই খাতকে গুরুত্ব দিতে হবে চসিক মেয়র

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে ৫ম আন্তর্জাতিক এসএমই মেলা-২০২৩ এর এ্যাওয়ার্ড প্রদান ও সমাপনী অনুষ্ঠান  ১৭ মে সন্ধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে এ সময় পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)’র চেয়ারম্যান ড. জাইদি সাত্তার, চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বক্তব্য রাখেন।

এছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে প্ল্যাটিনাম স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এবং ইস্টার্ন কেবলস লিঃ’র প্রতিনিধি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মোঃ ওমর ফারুক, মোঃ ইফতেখার ফয়সাল ও মোহাম্মদ আদনানুল ইসলাম এবং প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ-সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন- সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সচল রাখতে হবে অর্থনীতির চাকা। আর অর্থনীতি শক্তিশালী করতে হলে গুরুত্ব দিতে হবে এসএমই খাতকে। এ খাতের উদ্যোক্তাদের মেধা ও সৃজনশীলতা আছে কিন্তু তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। তাই এসব এসএমই উদ্যোক্তাদের সহায়তা দিতে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোকে সুবিধাজনক শর্তে ঋণ প্রদান করার আহবান জানান তিনি।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন- এসএমই হচ্ছে অর্থনীতির প্রাণ। যে দেশের এসএমই খাত যত স্থিতিশীল সেই দেশের অর্থনীতি তত বেশি শক্তিশালী। যদিও বাংলাদেশের এসএমই খাত এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে টেকসই হিসেবে গড়ে তুলতে এসএমই উদ্যোক্তদের সর্বোচ্চ ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করতে ব্যাংকিং ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান চেম্বার সভাপতি।

পিআরআই চেয়ারম্যান ড. জাইদি সাত্তার বলেন- পৃথিবীর অন্যান্য দেশের এসএমই খাত রপ্তানিমূখী। বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক রেমিট্যান্স ও আরএমজি খাতের উপর নির্ভরশীল। তাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে এই দু’টি সেক্টর ছাড়াও অন্যান্য এসএমই খাতকে শক্তিশালী করতে হবে।

চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন-দেশের বর্তমানে জিডিপিতে এসএমই সেক্টরের অবদান ২৫%। এই সেক্টরের ৭৯ লক্ষ উদ্যোক্তা ২ কোটি ৪০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে যা দেশের মোট শ্রম শক্তির ৩০%। তিনি এই সেক্টরের আর্থিক স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এর আগে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাথে বেঙ্গল কমার্র্শিয়াল ব্যাংক লিঃ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম এবং বেঙ্গল কমার্র্শিয়াল ব্যাংক লিঃ পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোরশেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সিটি মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

রাউজানের ১২৪৮ ঘন্টাব্যাপী অবিরত ত্রিপিটক পাঠের সমাপনী দিবসে সম্প্রীতির সম্মেল

সুপ্রাচীন থেরবাদ বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অধীনস্থ রাউজান উপজেলার ঐতিহ্যবাহী খৈয়াখালী রত্নাঙ্কুর বিহারে প্রথম বারের মতো ১২৪৮ ঘন্টাব্যাপী অবিরত পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের...

রামগড়ে বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে ১,মে বুধবার বেলা ১১টায় ৪৩, বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা  সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানে সভাপতিত্ব করেন...

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফোরকান উদ্দিন আহম্মেদ এর দোয়াত কলম মার্কা ভোট চেয়ে গণসংযোগ

সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান উদ্দিন আহম্মেদ তার নির্বাচনী মার্কা দোয়াত কলমে ভোট চেয়ে গনসংযোগ করছেন প্রতিনিয়ত। আজ ৩০ এপ্রিল সন্দ্বীপ...

সর্বশেষ

রাউজানের ১২৪৮ ঘন্টাব্যাপী অবিরত ত্রিপিটক পাঠের সমাপনী দিবসে সম্প্রীতির সম্মেল

সুপ্রাচীন থেরবাদ বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অধীনস্থ...

রামগড়ে বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে ১,মে বুধবার বেলা ১১টায় ৪৩, বর্ডার গার্ড...

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফোরকান উদ্দিন আহম্মেদ এর দোয়াত কলম মার্কা ভোট চেয়ে গণসংযোগ

সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান...

সব প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ...

চবি একুশ ব্যাচের সংগঠন ‘আমরা একুশ’ এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন 'আমরা একুশ'...

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার জোরালো ভূমিকার ওপর মুখ্য সচিবের গুরুত্বারোপ

রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা বাংলাদেশ সরকারের প্রধান...