খাগড়াছড়ির রামগড়ে ১,মে বুধবার বেলা ১১টায় ৪৩, বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানে সভাপতিত্ব করেন ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন।
সভাপতির বক্তব্যে জোন অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রে পাহাড়ি-বাঙালি সকলে একযোগে কাজ করতে হবে। সামগ্রিক উন্নয়নের জন্য পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই। বিজিবি তার দায়িত্বপ্রাপ্ত জোন এলাকায় নিরলসভাবে সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচনে আইন শৃংখলা বাহিনী জিরো টলারেন্ট নীতিতে থাকবে। ভোটাররা যাতে স্বত:স্ফুর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করা হবে। এক্ষেত্রে কাউকে নুন্যতম ছাড় দেয়া হবে না । অপরাধি বা বিশৃংখলা করলে তাকে অবশ্য কঠিন শাস্তি পেতে হবে। পাহাড়ের অনিবন্ধিত রাজনৈতিক দল ইউপিডিএফ সহ সকল সন্ত্রাসী গোষ্ঠীর অপহরণ, চাঁদাবাজি ও সীমান্তে অপরাধমূলক তৎপরতা দমনে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাংবাদিক জনপ্রতিনিধি ও হেডম্যান, কারবারীদের সহযোগিতা কামনা করেন।
এসময় জোন মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর হোসেন, সহকারী পরিচালক রাজু আহমেদ উপস্থিত ছিলেন। এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান-কার্বারী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।