শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
spot_img

চবি একুশ ব্যাচের সংগঠন ‘আমরা একুশ’ এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত 

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা একুশ’ এর ২য় সাধারণ সভা ২৭ এপ্রিল, শনিবার সন্ধ্যা ৬ঃ৩০ টায় সিজেকেএস মিলয়াতনে নিবন্ধিত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। নির্বাহী পরিষদ সদস্য হোসাইন আসমা ইভার সঞ্চালনায়,সভাপতি মোঃ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব রহমান শোক প্রস্তাব উত্থাপন করেন। ১ম সাধারণ সভার পর থেকে অদ্যাবধি মৃত্যুবরণকারী একুশ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে শোক প্রকাশ করা হয়। প্রয়াত বন্ধুদের প্রতি শ্রদ্ধা নিবেদন, রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতি মোঃ জহিরুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন। সাধারণ সম্পাদক মাহবুব রহমান ২০২১ সালে কার্যকরী পরিষদ গঠিত হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের কার্ক্রমের বিবরণ সম্বলিত প্রতিবেদন পেশ করেন। অর্থ সম্পাদক ড.এ কে এম শামছুউদ্দিন আজাদ বিগত সময়ে প্রাপ্তি ও পরিশোধ বিবরণী পেশ করেন। সভায় ‘আমরা একুশ’ এর সদস্য চবি’র আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, শারিরীক শিক্ষা ইনস্টিটিউটের পরিচালক সিরাজউদ্দীন মোঃ আলমগীর এবং সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক প্রফেসর লুৎফন নাহার বেগম সুরমা’র সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন মোঃ ফারুক কে সভাপতি,মোঃ আবদুল্লাহ জহিরকে সাধারণ সম্পাদক এবং শামছুল ইসলাম স্বপনকে অর্থ সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ প্রস্তাব করেন। সভায় উপস্থিত সদস্যদের শতভাগ সমর্থন ও মুহুর্মুহু করতালিতে তা অনুমোদিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন চৌধুরী আমীর মোঃ মুছা, কাজী মাহবুবুর রহমান সুমন,মিতালি পালিত,শাহিদা রুবি,নাজলী সুলতানা শিখা,মোস্তফা জামান খারেছ, শফিউল আলম ভূঁইয়া, মো শহীদ উল্ল্যাহ ও মোরশেদ আলম জেসী। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বন্ধুদের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে শতভাগ সচেষ্ট থাকবেন বলে সভায় জানান। ‘আমরা একুশ’ এর সদস্য ও বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী লাকি দাশ সম্প্রতি রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ায় ‘আমরা একুশ’ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ও সিরাজউদ্দীন মোঃ আলমগীর। সভা শেষে সকল সদস্যরা নৈশভোজে মিলিত হয়।

এই বিভাগের সব খবর

ছাত্র-জনতার ওপর গুলি : চট্টগ্রামে যুবলীগ কর্মী বাদশা গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর একে-৪৭ দিয়ে গুলির অভিযোগে যুবলীগকর্মী সোলায়মান বাদশাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নোয়াখালী থেকে...

মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার

বহুপক্ষীয় ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের একজন সফররত শীর্ষ কর্মকর্তা আজ বলেছেন, বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার ঢাকার...

সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও

ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত (মাধ্যমিক) সব বিষয়ে সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল...

সর্বশেষ

ছাত্র-জনতার ওপর গুলি : চট্টগ্রামে যুবলীগ কর্মী বাদশা গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার...

মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার

বহুপক্ষীয় ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের একজন সফররত শীর্ষ কর্মকর্তা আজ...

সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও

ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত (মাধ্যমিক) সব বিষয়ে সিলেবাস...

হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হলো ফজলে করিমকে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক চট্টগ্রামের-৬...

ছেলের ফলাফল জালিয়াতি প্রমাণিত, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ওএসডি

নিজের ছেলের ফলাফল জালিয়াতি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম...

বোয়ালখালীতে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে বোয়ালখালী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

 বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার এর...