সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান উদ্দিন আহম্মেদ তার নির্বাচনী মার্কা দোয়াত কলমে ভোট চেয়ে গনসংযোগ করছেন প্রতিনিয়ত।
আজ ৩০ এপ্রিল সন্দ্বীপ পৌরসভার ১০ শর্যা হসপিটাল মোড়,জগন্নাথ পাড়া, বাতেন মার্কেট সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ কালে ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন রাজনীতি করেছি দলীয় স্বার্থে, নিজের স্বার্থে নয়। কারন আমার কোন পিছুটান নেই,নিজের উপার্জনে ভালোভাবেই চলছি। সেই উপার্জনের সিংহভাগ টাকা খরচ করেছি দলীয় নেতা কর্মীদের পেছনে। ২০০১ সালে প্রতিকূল পরিবেশে যে সব নেতা কর্মী সন্দ্বীপ ছাড়তে বাধ্য হয়ে মানবেতর জীবন যাপন করছিলো তখন চট্টগ্রামে আমার ব্যবসা প্রতিষ্ঠান হোটেল গোল্ডেন স্টারে সবার থাকা খাওয়া ফ্রি করে দিয়েছিলাম,একই সময়ে যাকাত দিতে ও দলীয় নেতা কর্মীদের সহযোগিতা করতে সন্দ্বীপ এসে চরম হামলার সন্মুখীন হয়ে প্রায় ২/৩ বছর পঙ্গুত্ব বরন করতে হয়েছে আমাকে। স্ক্র্যাচে ভর করে চলতে হয়েছিলো তখন।কিন্তু তার জন্য প্রতিশোধ পরায়ন না হয়ে আমিও প্রয়াত উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ মিলে আমরা রাজনৈতিক সহাবস্থানের ঢাক দিয়ে রাজনৈতিক ট্রেডিশান পরিবর্তন করেছি।
এখন পর্যন্ত দলের বিরুদ্ধে কখনো অবস্থান নিইনি। কিন্তু জনগনের জন্য বৃহৎ পরিসরে কিছু করতে হলে প্রশাসনিক একটা অবস্থান প্রয়োজন। অতএব জনগন আমাকে নির্বাচিত করলে সকল বরাদ্ধের সমবন্টন সহ,এমপি মাহফুজুর রহমান মিতার সহযোগিতা নিয়ে সন্দ্বীপ টু চট্টগ্রাম যাতায়তের পথ সুগম করতে সন্দ্বীপের বন্ধ হয়ে যাওয়া সকল ফেরি ঘাট নতুন করে চালু করবো। তাই আগামী ৮ মে আমাকে নির্বাচিত করতে আপনাদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছি। মনে রাখবেন আমি কখনো ব্যক্তি স্বার্থ বা জনগনের জন্য ক্ষতিকর কোন পদক্ষেপ নেবোনা বরং নিজের স্বর্বশ্ব বিলিয়ে দিতে প্রস্তুত। সংক্ষিপ্ত পথ সভায় ওনার এই সমস্ত বক্তব্য শুনে জনগন মুগ্ধ হয়ে একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে ওনাকে ভোট প্রদানের অঙ্গীকার ও হাততালী দিয়ে সমর্থন জানান।