চট্টগ্রামের ফটিকছড়িতে নিজের কর্মস্থলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন(৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলার নানুপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ ঢালকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
সে উক্ত এলাকার আলম চাঁদ বাড়ির মোহাম্মদ খোরশেদের পুত্র। জানা যায়,নিজ কর্মস্থল অফিসে মোহাম্মদ মহসিনের ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন বলেন- স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছে। পরে বিস্তারিত জানানো হবে।