মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কার্যকরী দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ও নেপাল দুই দেশ একসাথে কাজ করতে পারে।
আজ রোববার বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার ইন্ডিয়ান ওশেন টুনা কমিশন এর সদস্য হিসেবে বাংলাদেশকে টুনা মাছ আহরণে মালদ্বীপের হাইকমিশনার সহযোগিতার আশ্বাস দিলে উপদেষ্টা দুই দেশ একসাথে কাজ করতে পারে বলে উল্লেখ করেন।
এ সময় মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ মালদ্বীপের সাথে বাংলাদেশের ইতোমধ্যে সম্পাদিত কাজের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান জানালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ বিষয়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ চিহ্নত করে সে অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণের কথা বলেন।