চট্টগ্রাম একাডেমির সাহিত্য আড্ডায় বক্তারা বলেছেন, সাহিত্যের আড্ডায় চিন্তার আদান–প্রদান যেমন থাকে, তেমনি পাশাপাশি লেখকের নতুন লেখাপাঠ, তার বিচার–বিশ্লেষণ লেখাকে পরিপুষ্ট করে তোলে। তাই লেখালেখির ক্ষেত্রে সাহিত্য আড্ডা এবং সাহিত্য সংগঠনের ভূমিকা অপরিসীম। একে কোনো অবস্থাতেই খাটো করে দেখার অবকাশ নেই। সাংগঠনিক ভিত্তির মধ্য দিয়ে সাহিত্যিক সম্মিলনও কবি–লেখককে কাছাকাছি নিয়ে আসে।
গত ১৯ নভেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সভাপতিত্ব করেন পরিচালক কথাসাহিত্যিক দীপক বড়ুয়া। প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফের পরিচালনায়, কবি সুলতানা নুরজাহান রোজীর তত্ত্বাবধানে আয়োজিত আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক জাহাঙ্গীর মিঞা। বক্তব্য রাখেন গল্পকার বিপুল বড়ুয়া, এস এম আবদুল আজিজ, কবি শারুদ নিজাম, রেজাউল করিম স্বপন, এস এম মোখলেসুর রহমান, বাসুদেব খাস্তগীর, সৈয়দ আহমেদ বাদল, কথাসাহিত্যিক নাসের রহমান প্রমুখ।
কবিতা পাঠ করেন শিল্পী ইকবাল হায়দার, মর্জিনা আখতার, অমিত বড়ুয়া, ইফতেখার মারুফ, জসিম উদ্দিন খান, ইসমাইল জসীম, লিটন কুমার চৌধুরী, শওকত আলী সুজন, রুনা তাসমিনা, লিপি বড়ুয়া, পুষ্পিতা সেন, নীলরতন দাশগুপ্ত, নান্টু বড়ুয়া, ঝর্ণা কর, সোমা মুৎসুদ্দী, শিপ্রা দাশ, শরণংকর বড়ুয়া, জায়তুন্নেসা জেবু, তসলিম খাঁ, এম আনোয়ার হোসেন, অধ্যাপক পিংকু দাশ, ডি কে বড়ুয়া, সৌভিক চৌধুরী, আসিফ ইকবাল, শবনম ফেরদৌসী, সিমলা চৌধুরী, আনিস শাহরিয়ার, ফজলুল কাদের, জি এম জহির উদ্দিন, সুবর্ণা লিপি বড়ুয়া, স্বর্ণা তালুকদার, রাশেদুল ইসলাম রাশেদ। গান পরিবেশন করেন কানিজ ফাতেমা লিমা, কস্তুরি সিনহা ও সুমি দাশ। এছাড়াও ছিলেন অধ্যাপক কামরুল আনোয়ার, বিকাশ বড়ুয়া, এম কামাল উদ্দিন, রুবেল তালুকদার, আলমগীর হোসাইন, লিটন দাশ শিবু, হামিদুল ওয়াহেদ, কাজী মোহাম্মদ খাইরুচ্ছাফা, মোহাম্মদ নাসির, আরিফ রায়হান, নুর মোহাম্মদ, ইলিয়াস রিপন, হাসান জিয়াউল ইসলাম।