চট্টগ্রামে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজ নগরীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের সহকারী পূর্বাভাস কর্মকর্তা মিজানুর রহমান জানান, নগরীতে আজ সারাদিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। আগামী ২৪ ঘণ্টায় জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় পাহাড়ধসেরও আশঙ্কা করা হচ্ছে।
নগীরর পাঁচলাইশ, বহদ্দারহাট, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, শোলকবহর, ২ নম্বর গেট, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, আগ্রাবাদসহ নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে আছে। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন, যানবাহন সংকটের কারণে তারা পড়েছেন বিপাকে। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছেন আশপাশের দোকানপাটে কিংবা ছাউনিতে। যদিও এসব এলাকার বিভিন্ন দোকানপাটেও ঢুকে পড়েছে পানি। পানি ঢুকে পড়েছে অনেক বাসাবাড়িতে। অনেককেই দেখা গেছে বালতি-গামলা দিয়ে পানি বের করতে। কেউ কেউ পাম্প দিয়ে পানি বের করছেন।