উপমহাদেশের প্রখ্যাত সংগীতগুরু ও ৭১ এর মহান মুক্তি যুদ্ধের অন্যতম শব্দ ও কলম সৈনিক এবং কাজী নজরু ল ইসলামের একাধিক গানের সুরকার ওস্তাদ মোহনলাল দাশর ৯৮ তম জন্ম জয়ন্তী ফটিকছড়ি উপজেলার শফিকুন নূর মাওলা বীর প্রতীক গণ মিলনায়তনে স্মৃতি সংসদের সভাপতি কবি ও সংগীত বিশারদ বাবু স্বপন কুমার দাশের সভাপতিত্তে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)জনাব. মুহাম্মদ আনোয়ার পাশা বিশেষ অতিথিতে ছিলেন জনাব মো:মোজাম্মেল হক চৌধ্ধ্রী ( উপজেলা নির্বাহী কর্মকর্তা) জনাব মেজবাহ উদ্দিন ( সহকারী কমিশনার ভূমি)সাংবাদিক কিরন শর্মা’. শব্দ সৈনিক পূর্ণিমা চৌধুরী.সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সাবেক) অতিরিক্ত সচিব জনাব নুরুল আলম নিজামী প্রমূখ পরিশেষে সংগীত পরিবেশন করেন মরমী শিল্পী শিমুল শীল বাউল.জুয়েল দ্বীব.বাউল লিটন নন্দী. মিষ্টি রূপা প্রমুখ অনুষ্ঠান উপাস্থাপনায় ছিলেন সংগীতশিল্পী অভিষেক।উক্ত অনুষ্ঠানে একটি স্মারক গ্রন্থ “স্মৃতিতে৷ অম্লান’এর অব মুক্ত করণ করা হয়।