হাটহাজারীতে রুখবো দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে, দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান আজ রবিবার( ৯ জুন) অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম – ২ এর সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। গণ সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাবাপন্ন হিসাবে গড়ে তুলতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়, কাটিরহাট উচ্চ বিদ্যালয়, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাটহাজারী সরকারি বিশ্ববিদ্যায় কলেজের প্রভাষক, সাংবাদিক মোঃ আবু তালেব, কুয়াইশ বুড়িশ্চর সিটি করপোরেশন শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজের প্রভাষক সুজন দে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুসলিম উদ্দিন। দুই পর্বে মডারের দায়িত্ব পালন করেন যথাক্রমে প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলী। প্রতিযোগীতায় টাইম কিপারের দায়িত্ব পালন করেন সাংবাদিক আজিজুল ইসলাম স্বপন।
দুই পর্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় প্রথম রাউন্ডের বিতর্কের বিষয় ছিল “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য “। এই বিষয়ের পক্ষে ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বিপক্ষের অবস্থানে ছিলেন ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
২য় রাউন্ডের বিতর্কের বিষয় ছিল” দেশ প্রেম মূল্যবোধের অভাবই দূর্নীতির প্রধান কারন “। এই রাউন্ডের পক্ষে অংশ গ্রহন করেন কাটিরহাট উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে অংশ গ্রহন করেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ।
এই দুই রাউন্ডের বিজয় দল দ্বয়ের সাথে চুরান্ত পর্বে অংশ গ্রহন করেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ। এই পর্বে বিতর্কের বিষয় ছিল” রাজনৈতিক সদিচ্ছারই পাড়ে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে “। এর পক্ষে ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে অংশ গ্রহন করেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিযোগীতার চুরান্ত পর্বে বিচারকদের বিচারে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যায়ল চ্যাম্পিয়ান হওয়ারর গৌরব অর্জন করেন। এতে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রানার্স হয়। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতর্কিত নির্বচিত হয়, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসরিফ চৌধুরী।
প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। প্রতিযোগীতার উদ্বোধন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি হাটহাজারী উপজেলা জেলা শাখার সভাপতি নোমান খান। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মইনুউদ্দিন মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিযোগীতার বিচারক হাটহাজারী সরকারি কলেজ প্রভাষক সাংবাদিক মোঃ আবু তালেব, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, প্রধান শিক্ষক মোঃ শাহিদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন ও শিক্ষক রেদোয়ানুল বারি প্রমূখ।
অনুষ্ঠানে মেখল নগেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী যথাক্রমে অর্নব চৌধুরী ও শারমিন সুলতানাকে বৃত্তির অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।