ফটিকছড়িতে আগুনে চার মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর রাতে উপজেলার বিবিরহাট বাজারে পানের গলিতে এ ঘটনা ঘটে। জানা যায়,ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেনের পারিবারিক টিনশেডের মার্কেটে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে ফটিকছড়ি ফাইয়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে আগুনে নিলক পালের মুদি দোকান, ইস্কান্দারের চাউলের দোকান, ইলিয়াসের মুদি দোকানসহ ৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত্র ব্যকসায়ীরা জানান,দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে যায়,ফোন পেয়ে এসে দেখি আগুনে আমাদের দোকান পুড়ছে। আমরা শেষ হয়ে গেছি। বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আগুনে তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে।