চট্টগ্রামের রাউজান উপজেলার ৭ নং রাউজান ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সমশের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন ৭ নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু। অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মোহাম্মদ নাছের, যুগ্ম সম্পাদক আহসান হাবীব চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আহম্মদ, ৮ নং ইউপি সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন, ৯ নং ইউপি সদস্য দিলীপ কুমার দে, আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর, নুরুল ইসলাম, এসকান্দর হোসেন, বাবুল উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
টুর্নামেন্টে ১০টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় বালক দল চ্যাম্পিয়ন হয় সমশের নগর প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ হয় কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা দল চ্যাম্পিয়ন হয় সমশের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ হয় মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি ও সভাপতিসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া দলের মধ্যে পুরস্কার তুলে দেন।