গাজার দক্ষিণাঞ্চলীয় নাসের হাসপাতাল কমপ্লেক্সে অভিযান চালানোর একদিন পর শুক্রবার ইসরায়েলি বিশেষ বাহিনী হাসপাতাল চত্বরে তল্লাশি চালায়।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,অভিযানের পর হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে যায় ।অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা পাঁচজন রোগী মারা যান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে,ওই ভবনে অভিযান চালিয়ে হাসপাতালের রোগীদের সেবায় বিঘ্ন ঘটায় ইসরায়েলিরা।তবে ইসরায়েলিরা এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে মিশর গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ সীমান্তের কাছে একটি প্রাচীর নির্মাণ করছে।রাফায় ১০ লাখের বেশি ফিলিস্তিনি রয়েছে,ইসরায়েলি আগ্রাসনের কারণে যাদেরকে উদ্বাস্তু হতে হয়েছে।ইসরায়েলি আক্রমণে তাঁরা যেনো সীমান্ত পাড়ি দিয়ে মিশরে ঢুকতে না পারে সেজন্যই এই প্রাচীর নির্মান করা হয়েছে বলে মনে করা হচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে,মিশর ওই এলাকার জমিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে।ইসরাইল রাফায় আগ্রাসন চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে।
মিশর বলেছে,তারা গাজাবাসীর জন্য তাদের সীমান্ত খুলে দেবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন,ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নজিরবিহীন সন্ত্রাসবাদকে বিশাল ভাবে পুরস্কৃত করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের পর তিনি এই মন্তব্য করেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে।যুক্তরাষ্ট্র এবং তার আরব মিত্ররা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছে।
সূত্র:- রয়টার্স,এএফপি,আল-জাজিরা ও ভয়েস অফ আমেরিকা।