বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

জমে উঠেছে লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন : প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ২ ও ট্রেজারার পদে ২ জন প্রার্থী

বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম সংস্থা ঐতিহ্যবাহী লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৪তম ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে এলাকাজুড়ে প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। উপজেলা শহর সহ বিভিন্ন গ্রাম গঞ্জের অলি-গলিতে প্রার্থীদের বিভিন্ন প্রতীক শোভা পাচ্ছে। সমিতি ও সমিতির সদস্যদের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।
ভোটারেরাও সমিতির কাঙ্খিত উন্নয়নে প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত এখন উপজেলা শহর এলাকা। এবারের নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে সংস্থার বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসু দেব পালিত ও প্রজাপতি প্রতীকে কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের অধ্যক্ষ বাসু দাশ, ট্রেজারার পদে উড়োজাহাজ প্রতীকে আশু কর্মকার ও মটর সাইকেল প্রতীকে সবুজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেক্রেটারী পদে বিপুল নাথ, ভাইস চেয়ারম্যান পদে শ্যামল রুদ্র ও ডিরেক্টর পদে প্রবাল কান্তি দাশ ও স্বরুপ ধর নির্বাচিত হয়েছেন। আাগামী ৯ ফেব্রুয়ারী শুক্রবার বহুল আলোচিত এ নির্বাচন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সংস্থার নারী পুরুষ মিলে ১ হাজার ৩৮২জন ভোটার তাাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে ১০ জানুয়ারী নির্বাচনের তফশীল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। তফশীলে ১৭ জানুয়ারী ছিল মনোনয়ন পত্র দাখিল, ২১ জানুয়ারী যাচাই বাছাই, ২২ জানুয়ারী আপত্তি গ্রহণ, ২৩ জানুয়ারী শুনানী ও নিস্পত্তি, ২৫ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার ও ২৮ জানুয়ারী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সংস্থা সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ২ সেপ্টেম্বর দিলীপ কান্তি দাশ, অর্জুন শীল ও প্রকাশ কান্তি দাশ সহ বেশ কয়েকজন ব্যবসায়ী মাত্র ৩৯জন সদস্য নিয়ে সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালের ১৬ জানুয়ারী সংস্থাটি সমবায় অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশন লাভ করে। বর্তমানে এ সংস্থায় ২ হাজার ৩১ জন সদস্য রয়েছে। বিভিন্ন কার্যক্রমে সফলতায় ১৯৯৫ সালে জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত হয় সংস্থাটি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি সদস্যের জিপিএ প্রাপ্ত ছেলে মেয়েদের সংবর্ধণা, শিক্ষা সামগ্রী প্রদান, মৃত ব্যক্তিদের  সৎকারে সহযোগিতা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা সহ সদস্যদের উন্নয়নে ঋণ প্রদান করে আসছে। বর্তমানে এ সংস্থার মূলধন প্রায় ৩০ কোটি টাকা।
নির্বাচনের বৈতরণী পার হতে নানা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অনেকেই সংস্থা সহ সদস্যদের উন্নয়ন সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।
সংস্থার সদস্য সাধন কান্তি দাশ, রন্টু বসাক, সুব্রা রানী দাশ ও নয়ন পাল জানিয়েছেন দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করতে পারবেন এমন প্রার্থীদের তারা ভোট দেবেন বলেও জানান তারা।
সংস্থার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাসু দেব পালিত বলেন, আগেও সংস্থার সেক্রেটারী ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এবারে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সংস্থার প্রবীণ সদস্যদের জন্য পেনশন স্কীম ও সংস্থার নিজস্ব জায়গার উপর সদস্যদের জন্য পর্যায়ক্রমে আবাসনের ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া শিক্ষা বৃত্তি চালু, সদস্য সদস্যাদের মধ্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সংস্থার লেন দেনের বিষয়ে সঠিত তথ্য মোবাইলে মেসেজের মাধ্যমে জানানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অপর প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থী বাসু দাশ জানান, সংস্থার উন্নয়নে সদস্যদের মতামতের ভিত্তিতে সব ধরণের প্রকল্প গ্রহণ করা হবে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ।

তিনি বলেন, কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ইতিমধ্যে সেক্রেটারী, ভাইস চেয়ারম্যান ও ডিরেক্টর পদে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ৯ ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপী সঠিক সময় ও পরিবেশ বজায় রেখে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত

ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় ইতালি সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত...

কারাগারে বন্দীদের মানবিক জীবন নিশ্চিত করতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কারাগারে থাকা বন্দীদের মানবিক জীবন নিশ্চিত করতে হবে। আজ বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কনফারেন্স রুমে ব্যক্তিগত...

তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টিসহ নানাবিধ অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার চট্টগ্রাম। বুধবার (১৯ ফেব্রুয়ারি)...

সর্বশেষ

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত

ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার মারিয়া...

কারাগারে বন্দীদের মানবিক জীবন নিশ্চিত করতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট...

নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ ৮ জনকে খালাস...

লামায় ‘বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারণ’ প্রকল্পের অবহিতকরণ সভা

পার্বত্য চট্টগ্রামে ‘বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারণ’ প্রকল্পের কার্যক্রম...

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ফটিকছড়ির আরো এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ফটিকছড়ির আরো এক যুবকের...