ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সৈয়দ মো: মনজুর আলম নামে একজনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ২৬ এপ্রিল উপ সুন্দরপুর ইউনিয়নের ধুরু খালের বাঁধ সংলগ্ন স্থান এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন। ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ওই ব্যক্তির অপরাধ উদঘাটিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আসামীকে কারা পরোয়ানামূলে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়
। জানা যায়, আটককৃত ব্যক্তি কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে গত ১ এপ্রিল তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক চৌধুরী পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্ত হয়ে ৫০হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন বলেন, অভিযানে আটক ব্যক্তির সত্যতা পাওয়ায় তাকে ১৫দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।