এশিয়ান কাপ ফুটবলে গ্রুপ পর্বের আজ ছিলো দুটো খেলা।এ গ্রুপের দুই ম্যাচের একটিতে আল বাইত স্টেডিয়ামে স্বাগতিক কাতার মুখোমুখি হয় তাজিকিস্তানের।শক্তি ও স্বাগতিক সুবিধায় এগিয়ে থাকা কাতার প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে।১৭ মিনিটে আল মাসাইফের এসিষ্ট থেকে দর্শনীয় গোল করে কাতারকে ১-০ গোলে এগিয়ে নেন। ব্যস,ঐ পর্যন্তই গোলের গল্প।ম্যাচের বাকি ৭৩ মিনিট চেষ্টা করেও আর গোল পায়নি কাতার।এমনকি ৭৯ মিনিটে কিরগিজ একজনকে লাল কার্ড দিয়ে বের করে দেয়ার পরেও দশজনের কিরগিজ দলের ডিফেন্স ভেঙ্গে গোল পাওয়া হয়নি।তাই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার
।টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতার। অন্যদিকে আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হওয়া লেবানন ও চীনের মধ্যকার ম্যাচে কেউ গোল করতে পারেনি।তাই গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুইদলকেই।দুই খেলায় ২ পয়েন্ট নিয়ে চীন গ্রুপে দুই নম্বরে আছে।লেবানন ও কিরগিস্থানের সংগ্রহ এক পয়েন্ট করে।