কেপটাউন টেস্টের প্রথম দিনের ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছিলাম,এই টেষ্ট কতোটা সময় স্থায়ী হয় তা জানতে আজ ৪ ডিসেম্বর টেস্টের দ্বিতীয় দিনে চোখ রাখতে। গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৬২ রানে প্রথম দিনের খেলা শেষ করা দক্ষিণ আফ্রিকা ৩৬ রানে পিছিয়ে থেকে আজ খেলতে নেমে স্কোরবোর্ডে চার রান যোগ করতেই চতুর্থ উইকেট হারায়।এরপর ৮৫ রানে পঞ্চম,১০৩ রানে ষষ্ঠ উইকেট হারায়।৫ রানের লীড নিয়ে তখন এটা নিশ্চিত হয়,অন্ততঃ ইনিংস ব্যবধানে হারছেনা স্বাগতিকেরা।১১১ রানে সপ্তম উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার ইনিংস সেরা জুটি গড়ে ওঠে তারপরেই।অপর প্রান্তে দলের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে মত্ত থাকলেও একপ্রান্তে এইডেন মার্করাম ছিলেন আশ্চর্য রকমের অবিচল।জাসপ্রীত বুমরাহ অন্য প্রোটিয়া ব্যাটারদের জন্য রীতিমতো যমদূত হিসেবে আজ আভির্ভূত হলেও মার্করামের কাছে কেউই পাত্তা পাচ্ছিলেন না।অষ্টম উইকেটে রাবাদাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন এইডেন মার্করাম।যেখানে রাবাদার রান দুই! ব্যাটসম্যানদের বধ্যভূমীতে রাজকীয় ষ্টাইলে ১০৬ রানের ইনিংস খেলে মার্করাম আট নম্বর উইকেট হয়ে আউট হলে ভাঙে সেই জুটি।
১০৩ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাথে তিনটি ছক্কায় সাঁজানো মার্করামের ইনিংসটি টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা একটি ইনিংস হিসেবে বলছেন সাবেক গ্রেটদের অনেকে।মজার বিষয় হলো দলের দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন এলগার!শেষ পর্যন্ত ১৭২ রানে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হলে ভারতের সামনে জয়ের জন্য ৭৯ রানের লক্ষ্য দাঁড়ায়।ভারতের হয়ে বুমরাহ ৬১ রানে ৬ উইকেট নেন। যা কিনা মাত্র বারো ওভারেই তিন উইকেট হারিয়ে তুলে নিয়ে ইতিহাসের সবচেয়ে স্বল্পস্থায়ী টেস্টে সাত উইকেটে জয়ী হয়ে সিরিজ ড্র করতে সমর্থ হয়। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ধ্বসিয়ে দেয়া মোহাম্মদ সিরাজ ম্যাচ সেরা ও ক্যারিয়ারের সমাপ্তি টানা ডিন এলগার সিরিজ সেরার পুরস্কার পান। সংক্ষিপ্ত স্কোর:-দক্ষিণ আফ্রিকা ৫৫ ও ১৭২/১০(৩৬.৫) এইডেন মার্করাম ১০৬,জাসপ্রিত বুমরাহ ৬/৬১। ভারত ১৫৩ ও ৮০/৩(১২) ফলাফল:- ভারত ৭ উইকেটে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- মোহাম্মদ সিরাজ। প্লেয়ার অফ দ্য সিরিজ:- ডিন এলগার।