‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদায় ৪ শত কেজি রুই, কাতাল, মৃগাল, কালবাউশ জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত ১১ মার্চ (শুক্রবার) ছত্তার ঘাটে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এই পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপজেলা নির্বাহী অফিসার ও মূখ্য নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পৌর প্যানেল মেয়র-২ এড.সমীর দাশগুপ্ত, পৌর কাউন্সিলর আলমগীর আলী, জানে আলম জনি প্রমুখ।