শেষ হলো চ্যাম্পিয়ন্সলীগের গ্রুপ পর্বের খেলা।গতরাতে নকআউট নিশ্চিত করেছে আরও আট দল।ফেভারিটদের কয়েকটি বাদে প্রায় সবাই নকআউট পর্বে উঠেছে।তবে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি ছিলো গ্রুপ পর্বের সেরা দুই দল। এই দুই দলই ছয় খেলায় পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠে এসেছে। আগের রাতে নকআউট নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ, কোপেনহেগেন,আর্সেনাল,পিএসভি আইন্দহোভেন,রিয়াল মাদ্রিদ,নাপোলি,রিয়াল সোসিয়েদাদ,ইন্টার মিলানের সাথে গতরাতে যুক্ত হয়েছে, এ্যাথলেটিকো মাদ্রিদ, ল্যাজিও, বুরুশিয়া ডর্টমুন্ড,পিএসজি,ম্যানসিটি,লাইপজিগ,রাসেয়া ও পোর্তো। গতরাতে অনুষ্ঠিত খেলায় সবচেয়ে বড় আপসেট ছিলো বার্সেলোনার অখ্যাত এক দলের কাছে পরাজয়।
যদিও হেরেও তাঁরা নকআউট পর্বে উঠেছে।পুঁচকে দল এন্টিলোপ ৩-২ গোলে হারিয়ে দিয়েছে কাতালানদের।যা ক্লাবটির ইতিহাসে সবচেয়ে স্মরণীয় জয় বলে জানিয়েছেন দলটি কোচ।এছাড়া অন্যান্য ম্যাচের ফলাফল জানিয়ে দিচ্ছি। লাইপজিগ ২ – ইয়ং বয়েজ ১, ক্রেভোন ২ – ম্যানসিটি ৩ এন্টিয়ার্প ৩ — বার্সেলোনা ২ পোর্তো ৫ — শাখতার দোতেনস্ক ৩ সেল্টিক ২ — ফেইনূর্দ ১ ডর্টমুন্ড ১ – পিএসজি ১ এ্যাথলেটিকো মাদ্রিদ ২ – ল্যাজিও ০ নিউক্যাসেল ১ –৷ এসি মিলান ২ এফ গ্রুপে এসি মিলান সহ তিনদলের সমান পয়েন্ট হলেও গোলগড়ে বাদ পড়ে যায় এসি মিলান।