রবিবার, ১৫ জুন ২০২৫
spot_img

বিশ্বকাপ ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দাপুটে জয়

 বিশ্বকাপ ক্রিকেটের আমেজ এতোদিন ক্রিকেটপ্রেমী দের মগজে থাকলেও আজ ২৯ শে সেপ্টেম্বর থেকে তা শরীরে লাগতে শুরু করেছে।বিশ্বকাপ ক্রিকেটের ঐতিহ্য মাফিক আয়োজক দেশে অংশগ্রহণকারী দলগুলো এসে পৌঁছালে মূল লড়াইয়ে নামার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলগুলো ওয়ার্ম আপ ম্যাচে অংশ নিয়ে থাকে।যদিও ম্যাচগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি থাকেনা তারপরেও এসব ম্যাচের গুরুত্ব দলগুলোর কাছে অনেক বেশি।জিতলে তো ভালো,হারলে সেটিও ভালো হিসেবে বিবেচিত হয়ে থাকে ম্যানেজম্যান্টের নিকট। কেননা দলের দূর্বলতা নিয়ে কাজ করার ও কৌশল নির্ধারনে ওয়ার্ম আপ ম্যাচগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ ভারতের মাটিতে ওয়ার্ম আপ ম্যাচ হয়েছে তিনটি। একটিতে বাংলাদেশ শ্রীলংকার,একটিতে পাকিস্তান নিউজিল্যান্ডের আর অন্যটিতে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের মুখোমুখি হয়। দূর্ভাগ্য আফগান ও প্রোটিয়াদের।বৃষ্টির জন্য একটি বলও মাঠে গড়াতে পারেনি।তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।পাকিস্তান -নিউজিল্যান্ডের ম্যাচেও বৃষ্টি কিছু সময়ের জন্য খেলা বন্ধ রেখেছিলো।কিন্তু শেষ পর্যন্ত পুরো ৫০ ওভারের ম্যাচই অনুষ্ঠিত হয়।অন্যদিকে নির্বিঘ্নেই শেষ হয় বাংলাদেশ – শ্রীলংকার খেলা।যেখানে অনেকটা হেসেখেলে শ্রীলংকাকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ভিন্ন এক বাংলাদেশ দলকে মূলপর্বে দেখার ইঙ্গিত পাওয়া যায়। এমন নয় যে ছোট লক্ষ্য তাড়া করে জিতেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই লংকান ওপেনার রীতিমতো টি-টোয়েন্টি মেজাজে শুরু করেন।মাত্র ১৪ ওভারেই দলীয় শতরান পূর্ণ করে বিশাল টোটালের বার্তা দেওয়া লংকানরা শেষ পর্যন্ত মাঝারি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের সামনে।বাংলাদেশের বোলাররা বিশেষ করে দুই স্পিনার মিরাজ ও মেহেদী দারুণ বোলিং করেন।
বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় বিধ্বংসী শুরু করা শ্রীলংকা ৪৯.১ ওভারেই অলআউট হয়ে যায়। ওপেনার নিশাঙ্কার ৬৮ ও ধনন্জয়া ডি সিলভার ৫৫ রানের উপর ভর করে ২৬৩ রান করে তাঁরা। লংকানদের বিপক্ষে সাম্প্রতিক অভিজ্ঞতা আশাবাদী হতে দিচ্ছিলোনা।কিন্তু তানজিদ ও লিটন দাস বেশ আত্মবিশ্বাসী শুরু করে মাত্র ২০.৪ ওভারে ১৩১ রানের জুটি গড়ে তোলেন।বহুদিন পর রানে ফেরা লিটন ৫৬ বলে ৬১ রান করে আউট হন।তিন নম্বরে চমক হয়ে আসেন মেহেদী হাসান মিরাজ।৫২ রানের জুটি ভাঙে দারুণ খেলতে থাকা তানজিদ ব্যক্তিগত ৮৪ রানে আউট হয়ে গেলে।তৌহিদ হৃদয় প্রথম বলেই আউট হলেও জয় নিয়ে তেমন দুশ্চিন্তা করার মতো কিছু ছিলোনা।দলীয় ১৮৮ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দেন মিরাজ ও মুশফিকুর রহিম।দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ৭৬ রান।আট ওভার বাকি থাকতেই মুশফিকের ব্যাট থেকে উইনিং রান যখন আসে,ষ্কোরবোর্ড দেখাচ্ছিলো অপর প্রান্তে মিরাজ ৬৪ বলে অপরাজিত ৬৭ আর মুশফিক অপরাজিত ৩৫। বোলিংয়েও আজ দারুণ করেছিলেন মিরাজ।দশ ওভারে মাত্র ৩৩ রানে একটি উইকেট নেন তিনি। বিশ্বকাপের দল নির্বাচনে তামিম ইকবাল বিতর্ক,দেশ জুড়ে সমালোচনা,লিটন দাসের ফর্মহীনতা নিয়ে দুশ্চিন্তা,তরুণ তানজিদ কতোটা পারবেন তা নিয়ে শংকা ইত্যাদি সবকিছুই আপাততঃ স্বস্তিতে পরিণত।আর এর মূলে দলের পারফরম্যান্স। সময় এখন সবটুকু ফোকাস মাঠে দেবার।দেশের মানুষের সম্মিলিত সমর্থন পেলে আমাদের এই দলটি আসন্ন বিশ্বকাপে দেশের জন্য ভালো কিছু বয়ে আনার মতো সক্ষমতা রাখে।আজকের ওয়ার্ম আপ ম্যাচের পারফরম্যান্স সেই ইঙ্গিতই দিলো। সংক্ষিপ্ত স্কোর:-শ্রীলংকা ২৬৩/১০(৪৯.১)নিশানকা ৬৮, ডি সিলভা ৫৫,মেহেদী হোসেন ৩/৩৬। বাংলাদেশ ২৬৪/৩(৪২) তানজিম ৮৪,মিরাজ ৬৭*,লিটন ৬১,মুশফিক ৩৫*।
পাকিস্তান – নিউজিল্যান্ড টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান দলীয় ছয় রানে প্রথম,৪২ রানে দ্বিতীয় উইকেট হারালে সেটি চাপের বদলে শাপেবর হয় পাকদের জন্য।বাবর আজম ও রিজওয়ান মিলে এ্যাটাক ইজ দি বেষ্ট ডিফেন্স নীতিতে খেলে ১১৮ রানের জুটি গড়ে তোলেন।বাবর আজম একটু বেশি আক্রমণাত্মক হতে গিয়ে ব্যক্তিগত ৮০ রানে আউট হয়ে যান।সৌদ শাকিল নেমে রিজওয়ানের সাথে পাল্লা দিয়ে চড়াও হন কিউই বোলারদের উপর।৯৪ বলে ১০৩ রান করে রিজওয়ান আউট হলে ভাঙে ১৫৯ রানের জুটি।সৌদ শাকিলের ৭৫ ও অন্য ব্যাটারদের ছোট ছোট ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৪৫ রানের বড়ো পূঁজি গড়ে পাকিস্তান। জবাব দিতে নেমে কিউইরা ৩৪৫ কেও নির্বিঘ্নে ছুঁয়ে ফেলে ৩৮ বল ও পাঁচ উইকেট হাতে রেখে।ওপেনিংয়ে কিউই চমক হয়ে আসেন মূলতঃ স্পিনার হিসেবে দলে জায়গা ও ক্রিকেট মহলে পরিচিতি পাওয়া রবীন্দ্র।শুরু থেকে তাঁর ঝড়ো ব্যাটিং কিউইদের চাপমুক্ত করে দেয়। মাত্র ২৩.১ ওভারে ব্যক্তিগত ৯৭ রানে রবীন্দ্র আউট হলেও দলীয় রান তখন ১৮৩।কেন উইলিয়ামসন ৫৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে গেলেও ড্যারিল মিচেল ৫৯ রানের ইনিংস খেলে দলকে নির্ভার রাখেন।মিচেল আউট হয়ে গেলে মার্ক চ্যাপম্যান টি-টোয়েন্টি মেজাজে খেলে ৪১ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।তখনো ৬.২ ওভার বাকি। সংক্ষিপ্ত স্কোর:-পাকিস্তান ৩৪৫/৫(৫০) রিজওয়ান ১০৩,বাবর আজম ৮০,সৌদ শাকিল ৭৫। নিউজিল্যান্ড ৩৪৬/৫(৪৩.৪) রবীন্দ্র ৯৭,চ্যাপম্যান ৬৫*, ড্যারিল মিচেল ৫৯,উইলিয়ামসন ৫৪(আহত অবসর)।

এই বিভাগের সব খবর

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি...

ইসরাইলি হামলায় ২০ জনেরও বেশি ইরানি কমান্ডার নিহত

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ইরানে তাদের বিমান হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিসহ ২০ জনেরও বেশি ইরানি সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ড কমান্ডার নিহত...

আলীকদমে পর্যটকের মৃত্যু : ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ভ্রমণে এসে স্মৃতি আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন...

সর্বশেষ

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের...

ইসরাইলি হামলায় ২০ জনেরও বেশি ইরানি কমান্ডার নিহত

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ইরানে তাদের বিমান হামলায়...

আলীকদমে পর্যটকের মৃত্যু : ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ভ্রমণে এসে...

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন,...

ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার

জেলার সীতাকুণ্ডে যাত্রীবেশে উঠে চালকের কাছ থেকে ছিনতাই করে...

বিএনপির নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত করতে হবে: চসিক মেয়র

আসন্ন জাতীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে...