বাংলাদেশের সামনে আজ ফের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জিততে হবে এমন সমীকরণ নিয়ে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। ফলে টুর্নামেন্টে বেঁচে থাকতে বাংলাদেশের সামনে আজ জয়ের কোনো বিকল্প। ম্যাচ হারলে ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। ভারতের বিপক্ষে ম্যাচ পরিণত হবে শুধুমাত্র আনুষ্ঠানিকতার।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারতেœ, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মাথিশা থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।