গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। রেজি নং – ১৬৯

ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার প্রদান

সৃজনশীলতার মাধ্যমে দেশের সমৃদ্ধির জন্য কাজ করতে হবে সাহিত্যিকদের:ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রামে অনেক গুণী সাহিত্যিক আছেন। যাঁদের অবদান অনস্বীকার্য। এদের অনেকেই ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় পুরস্কার পেয়েছেন। তারা চট্টগ্রামকে সাহিত্য-সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে আলোকিত পথ দেখিয়েছেন এবং দেখিয়ে চলেছেন। প্রকৃতঅর্থে সাহিত্যিকদের সৃজনশীলতার মাধ্যমে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। পুরস্কারপ্রাপ্ত দুই গুণী সাহিত্যিক ড. মহীবুল আজিজ ও অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশ্শিরা সাধারণের মাঝে অসাধারণ।
তিনি ১০ ফেব্রুয়ারি শুক্রবার ফয়েজ নুর নাহার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত ‘ফয়েজ নুর নাহার সাহিত্য পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ড. ইফতেখার পুরস্কারপ্রাপ্তদ্বয়কে অভিনন্দন জানিয়ে চার্লস ডারউইনের মতবাদ থেকে রেফারেন্স তুলে ধরে আরো বলেন, যোগ্য ব্যক্তিরা প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে, বাধা বিঘœতা ডিঙিয়েই সাফল্যের শিখরে উঠে আসেন। তারাই পারেন সমাজকে দেশকে আলোকিত করেন। মানুষের অন্তরকে বিকশিত করেন।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক চা গবেষক আমিনুর রশীদ কাদেরী। আলোচনায় অংশ নেন প্রফেসর রীতা দত্ত, কবি-সাংবাদিক ওমর কায়সার, ডা. প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা। স্বাগত বক্তব্য দেন শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিকশিল্পী আয়েশা হক শিমু। অনুভূতি ব্যক্ত করেন দুই পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক। ধন্যবাদ জ্ঞাপন করেন ফাউন্ডেশনের কর্ণধার এড. রফিক মিয়া।
কথাসাহিত্যিক-অধ্যাপক ড. মহীবুল আজিজ বলেন, পুরস্কার নিয়ে কখনো ভাবিনি। এটি লেখার অংশও নয়। অনেক লেখক পুরস্কার পাননি। তবে পুরস্কার লেখককে অনুপ্রাণিত করে, দায়িত্বও বাড়িয়ে দেয়। এতদিন আমি আবৃত ছিলাম, আজ আমাকে পুরস্কার দিয়ে অনাবৃত করা হয়েছে।
সাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা বলেন, মনের আনন্দে লেখালেখি করি। অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে নারীদের সাহিত্যচর্চা করতে হয়। কোয়ালিটি বা কোয়ান্টিটি নিয়ে ভাবিনা। কারো যদি ভালো লাগে তাই আমার মহার্ঘ।
অনুষ্ঠানে একই সাথে বীর মুক্তিযোদ্ধা আবদুর রহীমকে মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর আত্মীয় এরফান সাজ্জাদ।
পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও অর্থ দেন তুলে দেন প্রধান অতিথি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুই সাহিত্যিককে অভিনন্দিত করেন এড. ফয়েজ উল্লাহ মিয়ার পুত্র ব্যাংকার হারুন উর রশীদ, নাতি ডা. মো. ইব্রাহিম চৌধুরী, চট্টগ্রাম একাডেমির পরিচালক দীপক বড়–য়া, বিপুল বড়–য়া, অরুণ শীল, জাহাঙ্গীর মিয়া, এস এম আবদুল আজিজ, রেজাউল করিম স্বপন, এস এম মোখলেসুর রহমান, বাসুদেব খাস্তগীর, ফারজানা রহমান শিমু, সদস্য রিটন কুমার বড়–য়া, সদস্য সরওয়ার আরমান।
প্রফেসর রীতা দত্ত পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, দুই সাহিত্যিকই শক্তিমান লেখক। দুইজনেই সৃজনশীল, মননশীল চমৎকার লেখা পাঠকদের উপহার দিয়ে চলেছেন।
কবি ওমর কায়সার বলেন, নিরন্তর সাহিত্যচর্চার মাধ্যমে পাঠকমন জয় করতে সক্ষম হয়েছেন মহীবুল আজিজ ও এলিজাবেথ আরিফা মুবাশশিরা। এ দুজনকে পুরস্কৃত করে পুরস্কারদাতারাই গর্বিত হয়েছেন। সত্যিকার গুণিজনদের মূল্যায়ন করেছেন তারা।

 

এই বিভাগের সব খবর

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যে রোববার ‘দুর্ঘটনার’ কবলে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তারা আরো জানায়, অনুসন্ধান...

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কিও মো আজ সাক্ষাত করেছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকারসহ...

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল তাবল বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল...

সর্বশেষ

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার...

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং...

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল তাবল...

অক্টোবরে মহানগর আওয়ামী লীগের সম্মেলন

চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির...

চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর সাথে সিগনাল...