গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। রেজি নং – ১৬৯

অনুশীলনকালে মাথায় বলের আঘাতে হাসপাতালে মুস্তাফিজ

অনুশীলনকালে মাথায় আঘাত পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় মাথায় বলের আঘাতে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ।
বোলিং করার জন্য রান আপের জন্য হেঁটে যাবার সময় ব্যাটার ম্যাথু ফোর্ডের শটে মাথায় বলের আঘাত পান মুস্তাফিজ। সাথে-সাথে তাকে স্থানীয় বেসরকারী একটি হাসপাতালে নিয়ে মাথায় স্ক্যান করা হয় । স্ক্যান রিপোর্টে দেখা গেছে মুস্তাফিজের মাথায় অভ্যন্তরীণ কোন রক্তপাত হয়নি। কুমিল্লার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
মাথায় আঘাত পাওয়া স্থানে পাঁচটি সেলাই পড়েছে মুস্তাফিজের। পাশাপাশি আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।
দলের ফিজিও জাহিদুল ইসলাম সজল স্বাক্ষরিত বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, ‘অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজুর রহমানের মাথার বাঁ-দিকে প্যারিটাল জায়গায় সরাসরি আঘাত করে। তার প্যারিটাল জায়গাটি উন্মুক্ত ছিলো এবং আমরা রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ করি, এরপর হাসপাতালে নেওয়া হয় তাকে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, মুস্তাফিজের ইনজুরিটি বাইরের অংশে এবং টিম ফিজিওর তত্ত্বাবধানে থাকবেন।
বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, ‘সিটি স্ক্যানের পর আমরা নিশ্চিত হয়েছি যে, শুধুমাত্র বাইরের অংশেই তার ইনজুরি হয়েছে। ভিতরে কোন রক্তক্ষরণ হয়নি। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।’
আরও জানানো হয়, ‘মুস্তাফিজের জিসিআই স্কেল ১৫/১৫। এখন শঙ্কামুক্ত আছেন তিনি। আশা করা হচ্ছে, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তাকে টিম হোটেলে নেওয়া হবে।’
একই ধরনের কথা বলেছেন হাসপাতালের নিউরো সার্জন ডাঃ মঈনুদ্দিন ইলিয়াছ, ‘আমরা মুস্তাফিজের সিটি স্ক্যান এবং ক্লিনিক্যাল পরীক্ষা করেছি। তার অবস্থা এখন স্থিতিশীল এবং সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী শঙ্কামুক্ত।’
তিনি আরও বলেন, ‘মাথায় ইনজুরি হওয়ায় তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। ইনজুরির অবস্থা জানতে কয়েক ঘণ্টা পর আমরা আরেকটি সিটি স্ক্যান করবো। পাঁচটি সেলাই দেওয়া হয়েছে তাকে।’
শ্রীলংকা সিরিজ দ্রুত এগিয়ে আসায় মুস্তাফিজের ইনজুরি বাংলাদেশের জন্য বড় একটি ধাক্কা। কারণ সাদা বলের ক্রিকেটে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও এখনও দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফিজ।

এই বিভাগের সব খবর

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যে রোববার ‘দুর্ঘটনার’ কবলে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তারা আরো জানায়, অনুসন্ধান...

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কিও মো আজ সাক্ষাত করেছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকারসহ...

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল তাবল বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল...

সর্বশেষ

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার...

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং...

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল তাবল...

অক্টোবরে মহানগর আওয়ামী লীগের সম্মেলন

চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির...

চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর সাথে সিগনাল...