গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। রেজি নং – ১৬৯

ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স হঠাৎ বন্ধ ঘোষণা, বিক্ষুব্ধ শ্রমিকদের ঢাকা-মুন্সীগন্জ সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার বিসিক শিল্প নগরীর অন্যতম বৃহৎ পোশাক শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স বিণা নোটিশে আজ ১০ ফেব্রুয়ারী শনিবার থেকে বন্ধ ঘোষণার প্রতিবাদে কর্মরত পোশাক শ্রমিকরা প্রতিবাদ জানাতে ঢাকা – মুন্সীগন্জ সড়ক অবরোধ করে।

পরে শিল্প পুলিশের অনুরোধে সোমবার পর্যন্ত সময় দিয়ে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধস্থলে গিয়ে বিক্ষোভরত শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়,গত বুধ ও বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের দাবীতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে।তাঁরই জের ধরে আজ নোটিশ ঝুলিয়ে ফ্যাক্টরী অনিদৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকরা অভিযোগ করেন,গত বৃহস্পতিবার তাদের ন্যায্য দাবির আন্দোলনে বাধা দিতে বহিরাগত লোকজন কারখানার ভেতরে ঢোকে।পরে শ্রমিকদের রোষের মুখে তারা কারখানা থেকে বেরিয়ে যান।এ সময় কারখানার ভেতরের একটি স্থান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা উদ্ধারের কথা জানান শ্রমিকরা।শ্রমিকদের দমন করতে এসব রাতেই কারখানার ভেতর ঢোকানো হয়েছে বলে অভিযোগ তাদের।পরে এই অস্ত্র ও লাঠিসোটা জব্দ করে থানায় নিয়ে যায় ফতুল্লা মডেল থানা পুলিশ। এদিকে ফ্যাক্টরীর সামনে গিয়ে দেখা যায় প্রধান ফটকে নোটিশ ঝোলানো।নোটিশে লেখা আছে,গত ৭ ও ৮ ফেব্রুয়ারি কারখানায় কর্মরত শ্রমিকরা কাজ বন্ধ রেখে ‘বে-আইনীভাবে ধর্মঘট ও বিশৃঙ্খলা সৃষ্টি করে’ কর্মবিরতি পালন করছে।

কর্তৃপক্ষ বার বার তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করলেও তারা কর্মবিরতি পালন করে।শ্রমিকদের এ ধরনের কর্মকাণ্ড বেআইনি ধর্মঘটের শামিল বিধায় উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩(১) ধারা’ অনুযায়ী কারখানার সকল শাখা/বিভাগ বন্ধ ঘোষণা হলো। কারখানার উৎপাদনের কর্মপরিবেশ স্বাভাবিক ও নিরাপদ না হওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে এবং একইসাথে জানানো যাচ্ছে যে কর্মপরিবেশ স্বাভাবিক ও নিরাপদ হওয়া মাত্র পরবর্তী নোটিশের মাধ্যমে অতি দ্রুত কারখানা চালু করার তারিখ জানানো হবে। আন্দোলনরত শ্রমিকদের অনেকেই এই প্রতিবেদককে জানান,মালিক পক্ষ সোমবার আমাদের বকেয়া বেতন পরিশোধের তারিখ দিয়ে বৃহস্পতিবার আমাদের শান্ত হবার কথা বললে আমরা তা মেনে নিয়ে আজ কাজে যোগ দিতে আসি।এসে দেখি ফ্যাক্টরী বন্ধ ঘোষণার নোটিশ ঝোলানো।তাঁরা বলেন,আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করবো।যেহেতু আমাদের বেতন কার্ডের মাধ্যমে দেওয়া হয়,বেতন দিলে আমরা তা জানতে পারবো।

সোমবার বেতন পরিশোধ করা না হলে আমরা বাধ্য হবো আন্দোলনে নামতে।তখন পরিস্থিতি কোন দিকে যায় তা বলতে পারছিনা। এই ব্যাপারে ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এইচ আসলাম সানির মোবাইল ফোনে কয়েকটি জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিকগণ একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি। শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক সেলিম বাদশা বলেন, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।এ নিয়ে কোনো প্রকার শ্রমিক অসন্তোষ বা বিশৃঙ্খলা যাতে না হয় সেই ব্যাপারে শিল্প পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কাজ করছে বলে আমরা জেনেছি।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে বন কলা বিতরণ করে জেল হাজতে গেল এক ব্যক্তি

ফটিকছড়িতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবু নামে এক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিলের...

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর মরদেহ উদ্ধার

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিপকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ মে) কয়েক ঘণ্টা ধরে...

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যে রোববার ‘দুর্ঘটনার’ কবলে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তারা আরো জানায়, অনুসন্ধান...

সর্বশেষ

ফটিকছড়িতে বন কলা বিতরণ করে জেল হাজতে গেল এক ব্যক্তি

ফটিকছড়িতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে প্রদীপ কুমার নাথ...

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর মরদেহ উদ্ধার

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিপকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান থেকে...

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার...

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং...

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল তাবল...

অক্টোবরে মহানগর আওয়ামী লীগের সম্মেলন

চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির...