বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুইপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজানের সর্ত্তারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে গোলাম আকবর খন্দকার নিজেও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তার গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

অভিযোগ আছে, ৫ আগস্ট সরকার পতনের পর রাউজানে নিজেদের অধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং তাদের অনুসারীরা মরিয়া হয়ে উঠেন। এর জের ধরে গত ৮ মাসে অন্তত ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মঙ্গলবারের ঘটনাটিও আধিপত্য প্রতিষ্ঠা  এবং তা ধরে রাখার লড়াইয়ের অংশ বলে বিএনপির সাধারণ নেতাকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন।

গোলাম আকবর ছাড়াও তার অনুসারী নেতাকর্মীদের মধ্যে যারা আহত হয়েছেন তারা হলেন- আনোয়ার হোসেন, নাসিম উদ্দিন চৌধুরী, অর্জুন কুমার নাথ, আসিকুর রহমান, সাজ্জাদ হোসেন, আওরঙ্গজেব সম্রাট, নাঈম উদ্দিন মিনহাজ, মোহাম্মদ হুমায়ুনসহ ২০ জন।

অন্যদিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গ্রুপের মধ্যে আহত যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- মো. হেলাল, তাফসি, সুমন, গাজী সুলতান, রেওয়াজ উদ্দিন, নিজাম উদ্দিন, অনিক, মিরাজ, জনি, রিয়াদ, আজগর, শাহাদাত মির্জা, রিবন, আমির, সাজ্জাদ, সুমন, সাইমুন, রিপন, গিয়াস উদ্দিন মুন্না, তারেক, সোহেল, রবিউল, আবদুস শুক্কুর প্রমুখ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীদের বহর নিয়ে উপজেলার সুলতানপুরে উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি মহিউদ্দিন আহমদের কবর জিয়ারত করতে যান গোলাম আকবর খোন্দকার। একই দিন আগামী ৯ আগস্ট সমাবেশের প্রস্তুতি হিসেবে পূর্বনির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রার কর্মসূচি ছিল গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের। গোলাম আকবর তার গাড়িবহর নিয়ে সর্ত্তারঘাট এলাকায় পৌঁছলে সেখানে অবস্থান নেওয়া গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের মুখোমুখি হন।

প্রথমেই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা গোলাম আকবর খোন্দকারের গাড়িবহর লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকে। ওই সময়ে পালটা পাথর নিক্ষেপ করে তাদের প্রতিহত করার চেষ্টা করেন আকবরের অনুসারীরা। একপর্যায়ে গোলাম আকবর খোন্দকার যে গাড়িতে করে যাচ্ছিলেন সেই গাড়িতে ভাঙচুর চালানো হয়। জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে বের হয়ে আসেন গোলাম আকবর খোন্দকার।

সরেজমিন দেখা যায়, গোলাম আকবরের ব্যবহৃত পাজেরো জিপের সামনের পেছনের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। এ সময় পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি মোটরসাইকেল। ঘটনার পরপরই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে পুলিশ আসার পর সড়কের একপাশে যানবাহন চলাচল শুরু হয়।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন, আমরা রাউজানে প্রয়াত বিএনপি নেতা মহিউদ্দিনের কবর জিয়ারত করতে যাচ্ছিলাম। সর্ত্তারঘাট এলাকায় পৌঁছার আগেই গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীরা গহিরা সড়ক বন্ধ করে দিয়েছেন। আমরা যখন রাউজান সত্তারহাট এলাকায় পৌঁছি তখন আমাদের ওপর তার ৪০-৫০ জন অনুসারী  হামলা শুরু করে। তারা এসময় গুলিও করে। তখন আমার ঘাড়ে ছররা গুলির আঘাত লেগেছে।

ব্যক্তিগত সহকারী অর্জুনসহ ১৫-২০ জন আহত হয়েছেন দাবি করে তিনি বলেন, আমি আগে থেকেই খবর পাচ্ছিলাম এ রকম কিছু একটা ঘটবে। সেই কারণে আমি জেলা পুলিশের এসপিকে জানিয়েছিলাম বিষয়টি। পুলিশের পক্ষ থেকে অভয় দেওয়ার পর পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমি রাউজানে যাই। এরপরও হামলার ঘটনা ঘটল।

তবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দাবি করেছেন, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

যদিও গিয়াস উদ্দিনের অনুসারী রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন কর্মসূচি ভণ্ডুল করতে গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা তাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এটি ছিল পরিকল্পিত হামলা। যুবদলের শান্তিপূর্ণ মোটর শোভাযাত্রায় এলোপাতাড়ি গুলি করেছে ভাড়াটিয়া সন্ত্রাসীরা। তিনি  শান্ত রাউজানকে অশান্ত করছেন বহিরাগত সন্ত্রাসী এনে। মঙ্গলবার হামলার ঘটনায় তাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন এই বিএনপি নেতা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, একপক্ষ কবর জিয়ারত করতে যাচ্ছিল, আরেকপক্ষের শোভাযাত্রা ছিল। সর্ত্তারঘাট এলাকায় গোলাম আকবর খোন্দকার তার অনুসারীদের নিয়ে গাড়িবহরে যাওয়ার সময় দুইপক্ষ মুখোমুখি সংঘাতে লিপ্ত হয়। পরে তাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরুতে কিছুটা সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

এই বিভাগের সব খবর

‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’ দেশের শিশু ও কিশোরদের...

জুলাই গণহত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে

চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

বোয়ালখালীতে অস্ত্র-ককটেলসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে অস্ত্র ও ককটেল বিস্ফোরকসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তারা হলেন- নুরুল আমিন (৪৬), মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২)...

সর্বশেষ

‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের...

জুলাই গণহত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে

চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)...

বোয়ালখালীতে অস্ত্র-ককটেলসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে অস্ত্র ও ককটেল বিস্ফোরকসহ আওয়ামী লীগ ও যুবলীগের...

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়...

নিরপেক্ষ ভূমিকায় থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

নির্বাচন কমিশন জাতির প্রতি দায়বদ্ধতা থেকে একটি সুষ্ঠু ও...

শিশুদের ‘নতুন কুঁড়ি’ পুরস্কার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর...