চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূরকে আজ বুধবার রাতে পটিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। একই দাবিতে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে ডিআইজি অফিসের সামনেও এনসিপি নেতাকর্মীরা অবরোধ করেন। অবরোধের ফলে দুইপাশে তীব্র যানজট ও চরম জনদুর্ভোগ তৈরি হয়।
ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে, যখন বৈষম্যবিরোধী ছাত্ররা রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতা দীপংকর তালুকদার (২৯)-কে আটক করে পুলিশে সোপর্দ করেন। কিন্তু অভিযোগ রয়েছে, ওসি জায়েদ নুর তাকে গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন এবং পরে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা ও লাঠিচার্জ করেন।
এই লাঠিপেটার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকীসহ অন্তত ২৩ জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের আচরণ ছিল পক্ষপাতদুষ্ট এবং ওসি সরকারদলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দিতেন, তাদের গ্রেপ্তারে অস্বীকৃতি জানাতেন।
এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে থানার সামনে ঘেরাও ও মহাসড়ক অবরোধ শুরু হয়। আট ঘণ্টা পর, ওসি প্রত্যাহারের আশ্বাস পেয়ে সন্ধ্যায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ওসি জায়েদ নুরকে আপাতত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।