বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন : মীর হেলাল

অনলাইন ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহামদ হেলাল উদ্দীন বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ নিন। যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন তারা এদেশের মাটিতে গণধিকৃত হবেন।

সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলিপুর হাই স্কুল মাঠে হাটহাজারী পৌর বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে এদেশের মাটি ও মানুষের সংগঠন উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, দেশে নির্বাচনের সম্পূর্ণ পরিবেশ বিরাজ করছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সত্যিকারের দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের প্রতিটি ঘর বিএনপি’র একেকটি দুর্গ। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ভয় পেতো। এখন দেশের নির্বাচন বিরোধীরা বিএনপিকে নির্বাচনের মাঠে মোকাবেলা করতে সাহস না পেয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে।

মধ্য ফেব্রুয়ারির পরে একদিনও নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নিবে না উল্লেখ করে মীর হেলাল বলেন, প্রয়োজনীয় সংস্কার জনগণের সরকারই করবে। এখন পর্যন্ত দেশের যে মৌলিক সংস্কারগুলো হয়েছে তার প্রায় সবগুলোই শহীদ জিয়া শুরু করেছিলেন। তাই জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার। আর বিএনপি একটি আধুনিক উন্নয়নমুখী গণতান্ত্রিক দল, যা দেশে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

হাটহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপি আহ্বায়ক জাকির হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. রফিক, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর প্রমুখ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি আসিফ চৌধুরী প্রমুখ।

এই বিভাগের সব খবর

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক...

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়। পরে আদালত থেকে জামিন পেয়ে মুক্ত...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি  আদালত। এসব অ্যাকাউন্টে...

সর্বশেষ

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মায়ের...

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন দেশের জনপ্রিয়...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার...

চুরি হওয়া ১২ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, ১৩ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকায় চুরি হওয়া ১২ লাখ...

লেখক শাম্মী তুলতুলের পিতা আবু মোহাম্মদ খালেদ আর নেই

লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের পিতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ আবু...

চট্টগ্রামে নালায় পড়ে মৃত্যুর মিছিলে আরো এক শিশু

চট্টগ্রাম নগরে নালায় পড়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আরো...