মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়

অনলাইন ডেস্ক

বিজিএমইএ’র নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি সেলিম রহমান পোশাক শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে কাস্টমস বন্ড সম্পর্কিত এইচ এস কোড সংযোজন, বাৎসরিক অডিট এবং এফওসি ও কাস্টমস বন্ড সংক্রান্ত বিষয়াদি সহজীকরণের অনুরোধ জানিয়েছেন।

সেলিম রহমানের নেতৃত্বে বিজিএমইএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই অনুরোধ জানান।

বিজিএমইএ আজ এক বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচিত হওয়ার পর কাস্টমস বন্ড কমিশনারের সঙ্গে এটি তাদের প্রথম সাক্ষাৎ। এসময় নেতৃবৃন্দ পোষাক রফতানি খাতে বিভিন্ন বিষয় নিয়ে কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র নবনির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক এম.ডি.এম. মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্লাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, এস. এম. আবু তৈয়ব, রাকিবুল আলম চৌধুরী।

বিজিএমইএ প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বেশ কঠিন এবং প্রতিযোগিতামূলক। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প আজ ইতিহাসের চরম সংকটে। গত ৫ বছরে আমাদের উৎপাদন ব্যয় ৬০ শতাংশ বৃদ্ধি পেলেও বিদেশি ক্রেতাগণ পোশাকের দাম তুলনামূলকভাবে তেমন বৃদ্ধি করেনি। এ অবস্থায় দেশের সংশ্লিষ্ট সকল মহল সহ সরকারের সহযোগিতা ছাড়া এ শিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠছে।

তিনি আরো বলেন, কঠিন এই সময়ে এ শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে সরকারি বিভিন্ন আইনগত সামষ্টিক বিষয় সহজিকরণ একান্ত আবশ্যক। সভায় বিশেষ করে কাস্টমস বন্ড সম্পর্কিত এইচএস কোড সংযোজন, বাৎসরিক অডিট এবং এফওসি ও কাস্টমস বন্ড সংক্রান্ত বিষয়াদি সহজীকরণের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে সেবা প্রদানের জন্য বিজিএমইএ নেতৃবৃন্দ কাস্টমস বন্ড কমিশনারকে আহ্বান জানান।

কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম এর কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বিজিএমইএ’র নবনির্বাচিত পর্ষদকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প স্থাপন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বন্ড কমিশনারেট সচেষ্ট রয়েছে। পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পাদন করা হবে মর্মে তিনি নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন। বন্ড ও বিজিএমইএ’র মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যে কোনো উদ্ভূত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন ও কার্যক্রম সহজিকরণ করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে মর্মেও তিনি বিজিএমইএ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। এসময় কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা পণ্য সরাতে কাস্টমসে বিশেষ নিলাম কমিটি

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিষ্পত্তিহীন পণ্য দ্রুত নিলাম, বিলিবন্দেজ বা ধ্বংসের মাধ্যমে সরানোর জন্য একটি ‘নিলাম কমিটি’ গঠন করেছে চট্টগ্রাম কাস্টম...

টেরিবাজারে নারীর গলার চেইন ছিনতাইকারী, গ্রেপ্তার ২ ছিনতাইকারী

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয়েছে দুই ছিনতাইকারী। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এক নারীকে পথরোধ করে টিপ ছুরির ভয়...

রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া গ্রামের পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে অজিত বড়ুয়া (৪৮) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে এ...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা পণ্য সরাতে কাস্টমসে বিশেষ নিলাম কমিটি

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিষ্পত্তিহীন পণ্য...

টেরিবাজারে নারীর গলার চেইন ছিনতাইকারী, গ্রেপ্তার ২ ছিনতাইকারী

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেপ্তার...

রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া গ্রামের পাহাড়ি এলাকায়...

ওজনে কম, পাহাড়তলী বাজারে তিন চাল ব্যবসায়ীকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে চালের অড়তগুলোতে তদারকি অভিযান চালিয়ে...

নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি

গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে সেসব পক্ষপাত দুষ্ট...

২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য জাফর

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী...