কর্মজীবন এক বিশাল চ্যালেন্ঞ্জ। যেখানে এগিয়ে যাওয়ার পথে কেউ কাউকে ছাড় দেয়না, কারণ বিজয়ী হওয়ার আকাঙ্খা সবারই থাকে। জীবন স্রোতের এই ধারায়, মন চাই একটু প্রশান্তি, একটু অনুরাগ, বিনোদন। সেই প্রত্যাশায় গত শনিবারে পাহাড়তলী নিউ মনসুরাবাদস্থ সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে বর্ষা বরণ অনুষ্ঠান পালিত হয়। এতে বর্ষার স্মৃতিচারণ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ আনিকা সাত্তার, মুখ্য আলোচক ছিলেন ক্লিনিক ব্যবস্থাপক দেবাশীষ কান্তি বিশ্বাস। আলোচক ছিলেন এডমিন মোঃ আবু সৈয়দ।
অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের কালজয়ী সংগীত “আষাঢ় শ্রাবন মানে নাতো মন”.সংগীতটি পরিবেশন করেন প্রমিতা দাশ, পরে বর্ষার গান পরিবেশন করেন রুবি আক্তার, ঝুমুর রাণী দাশ, মোঃ আবু সৈয়দ ও রকি শর্মা। বর্ষা’কে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন লক্ষী দে, রুবি আক্তার, প্রমিতা দাশ ও ডাঃ আনিকা সাত্তার এবং দেবাশীষ কান্তি বিশ্বাস। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কেউ প্রফেশনাল শিল্পী বা আটিষ্ট ছিলনা, কিন্তু অংশগ্রহণকারীগন অনবদ্য পারফরম্যান্স প্রদর্শন করেছে, যা সত্যিই মনোমুগ্ধকর। তাদের সাহিত্য অনুরাগ ছিল দৃশ্যমান। বিকেল তিন টায় শুরু হওয়া অনুষ্ঠানটি কবিতা আবৃত্তি, উপস্থাপনা শৈলী, সংগীত, বর্ষার স্মৃতিচারণ যেন পুরো পরিবেশ কে মাতিয়ে রেখেছে এবং সমৃদ্ধ করেছে সংস্কৃতির ভূবনকে। আপ্যায়ন পর্ব ছিল এক অভিনব, যেখানে ছিল বর্ণিল খাবারের আয়োজন। শিশুদের আগমনে অনুষ্ঠান হল পরিপূর্ণতায় মুখরিত ছিল।
পাহাড়তলী সূর্যের হাসি ক্লিনিকে বর্ষাবরণ অনুষ্ঠান
অনলাইন ডেস্ক