শনিবার, ২১ জুন ২০২৫
spot_img

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন: উপাচার্য

অনলাইন ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার সারাদেশে একযোগে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

উপাচার্য লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সকাল ১০টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, প্রায় এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালু করতে পেরে আমরা আনন্দিত। এই পরীক্ষা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সকল প্রকার প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করেছি এবং আশা করি দেশের সাড়ে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ১৩৭টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে মোট ৫,৬০,৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে মানবিক শাখায় ২,৭৪,৭১৮ জন, বাণিজ্য শাখায় ১,১৭,০৩৬ জন এবং বিজ্ঞান শাখায় ১,৬৮,৮৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলা সদরের নির্ধারিত কেন্দ্রগুলোতে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসেন এবং ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রণ সেলে স্থাপিত অনলাইন মনিটরিং সিস্টেমের মাধ্যমে সারাদেশে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে ৫০ কোটি ডলার অর্থ সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে এবং আর্থিক খাতে সুশাসন ও স্থিতিশীলতা জোরদার করতে ৫০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ‘স্ট্রেংথেনিং...

রিমান্ড শেষে সাবেক মন্ত্রী মোশাররফ ও চাখারী কারাগারে

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল  সরদার  চাখারীকে  রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি...

রামগড় চা বাগানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২০ জুন শুক্রবার রামগড় চা বাগান বাজার টিলা এলাকায় বিকেল ৩টায় ত্রিপুরা ছাত্র ও যুব কমিটির আয়োজনে এক ব্যতিক্রমী শিক্ষা সহায়তা ও সচেতনতামূলক সভা...

সর্বশেষ

বাংলাদেশকে ৫০ কোটি ডলার অর্থ সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে এবং আর্থিক...

রিমান্ড শেষে সাবেক মন্ত্রী মোশাররফ ও চাখারী কারাগারে

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ...

রামগড় চা বাগানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২০ জুন শুক্রবার রামগড় চা বাগান বাজার টিলা এলাকায়...

রামগড়ে ভাঙা সড়ক মেরামতে বিএনপির স্বেচ্ছাশ্রম

দীর্ঘদিন ধরে ভাঙা ও কাদাযুক্ত রামগড়-ফেনী আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ...

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। এ...

ফটিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে সাজু আকতার (২৭)নামে এক গৃহবধূর গলায় ফাঁস...