সন্দ্বীপে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক,পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এ.ওয়াই.এম ছায়েদুল হক প্রকাশ আবু স্যার এর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বিকালে মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের আয়োজনে গুপ্তছড়া বাজার এর মাষ্টার ছায়েদুল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক কাজী শামসুল আহসান খোকনের সঞ্চালনায় এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন দিদার,আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একে ফজলুল করিম বাবুল,মাওলানা কাজী নিজাম উদ্দিন, মাস্টার মাইনউদ্দীন,মাওলানা মোঃ খবিরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভায় বক্তারা বলেন মাষ্টার ছায়েদুল হক ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি এলাকায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে সুন্দর সমাজ বিনির্মান ও শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়েছেন। ওনার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন অনেক বছর ধরে শিক্ষা বৃত্তি,চিকিৎসা সেবা,বনায়ন,ক্রীড়া চর্চা ও সাহিত্য সংস্কৃতির বিকাশে অবদান রেখে যাচ্ছে।আমরা ওনার মতো গুণী জনের আত্মার মাগফেরাত কামনা সহ ওনার পরিবারের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি।সাথে সাথে আমরা বিশ্বাস করি তিনি তার কর্মের মাধ্যমে আগামী প্রজম্মের কাছে উজ্বল নক্ষত্রের মতো বেঁচে থাকবেন,যেভাবে আজ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও আন্তরিক ভাবে ওনাকে স্মরণ করছেন।