জন্ম এবং মৃত্যু নিবন্ধনের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে অসামান্য অবদান রাখায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাকে বিশেষ সম্মাননা দিয়েছেন ইউএনও। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলার জহুরুল হক হলে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘দুর্যোগপূর্ণ পরিবেশে উপজেলার এসব ইউনিয়নের প্রশাসনকি কর্মকর্তাগণ কঠোর পরিশ্রম করে যে অবদান রেখেছেন তা অত্যন্ত ইতিবাচক এবং উপজেলার জন্য বিশেষ মাইলফলক। দেশের তরে তারা দিন-রাত খেটে জন্ম-মৃত্যুর নিবন্ধন নিয়ে কাজ করে তারা লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন। তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে এটি সম্ভব হয়েছে। আমি আশা করছি তাদের এ ধারা অব্যাহত থাকবে এবং অন্যান্য ইউনিয়নের কর্মকর্তাদের জন্য এটি অনুকরণীয় হবে।’ বিশেষ সম্মাননা প্রাপ্ত ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা হলেন দাঁতমারা ইউনিয়ন পরিষদের অঞ্জন চৌধুরী, ভূজপুর ইউনিয়নের মো. আরিফ হোসাইন, সুয়াবিল ইউনিয়নের মো. জসিম উদ্দিন, রোসাংগিরী ইউনিয়নের মো. জাকারিয়া সিকদার, লেলাং ইউনিয়নের মো. খায়রুল আসলাম ও আবদুল্লাহপুর ইউনিয়নের প্রত্যাশা চৌধুরী।
এর আগে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বক্তব্য দেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আরেফিন আজিম, উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসনে স্বপন, ভুজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মো. শাহজাহান চৌধুরী শিপন ও লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন প্রমুখ। রোসাংগিরি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকারিয়া সিকদার বলেন, ‘আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করেছি। আজকের এই অর্জন আমাকে আরো বেশি শাণিত করবে। আমি উপজেলা প্রশাসনের কাছে অশেষ কৃতজ্ঞ।’