প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য হালদা নদী হতে আবারও বিলুপ্ত প্রায় গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার হয়েছে। ১২ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর দেড়টা দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নস্থ হালদার শাখা উপশাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় স্থানীয় সেচ্ছাসেবীরা মৃত ডলফিনটি উদ্ধার করেন। এ নিয়ে দুইমাসের মধ্যে ৩ টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত ডলফিনটি দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, বেড়/প্রস্থ ২৭ ইঞ্চি ও ওজন প্রায় ১৫ কেজি।
রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী বলেন, বেলা দেড়টার দিকে স্থানীয় হালদা স্বেচ্ছাসেবী রওশনগীর মাধ্যমে সংবাদ পেয়ে আমিসহ নৌ পুলিশের সদস্যগণ সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করি। ধারণা করা হচ্ছে যে, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা ও কারণ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর হালদা নদীর আজিমের ঘাট এলাকায় ১৩ কেজি ওজনের এবং চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বিনাজুরীর সিপাইঘাট এলাকায় ১২ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী গত ২০১৬ সাল হতে এ পর্যন্ত ৪৫ তম গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। স্থানীয় হালদা স্বেচ্ছাসেবীদের ধারণা, অধিকাংশ ক্ষেত্রে অবৈধভাবে ইঞ্জিন চালিত নৌযান, বালু তোলার ড্রেজারে আঘাত, অবৈধ ঘের জালে আটকে, মাছ শিকারে বিষ প্রয়োগ এবং মানবসৃষ্ট দূষণের কারণে ডলফিন গুলো মৃত্যু হচ্ছে।