প্রবর্তক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রবর্তক সংঘ ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ইন্দু নন্দন দত্ত। উদ্বোধক ছিলেন প্রবর্তক সংঘের সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস। অধ্যক্ষ মনোজ কুমার দেবের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, ডা. আরিফুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার কো–অর্ডিনেটর ও গণিত বিভাগের প্রভাষক মো. নুরুল হাসান।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক মুক্তা দত্ত এবং বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক আতাউল করিমের দিকনির্দেশনায় ক্রীড়া পরিচালনায় সহযোগিতা করেন কলেজ শাখার প্রভাষক সুপর্ণা চৌধুরী, সোমা দাশ, সূচিত্রা চৌধুরী, মাহবুবুল হাসান, আইরিন সুলতানা, চন্দনা ভট্টাচার্য, তাহমিনা আক্তার, মনিরুল আলম , প্রিয়াংকা ইসলাম, নাসরিন সুলতানা, যুথিকা চক্রবর্তী ও তমা রাণী সাহা।
অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের ডিসপ্লে ও নৃত্য পরিবেশন, রেঞ্জারদের পিটি ও মার্চপাস্ট ও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট পরিচালনা।
সার্বিক সহযোগিতায় ছিলেন রোভার স্কাউট, রেঞ্জার, বিজ্ঞান ক্লাব, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।
প্রবর্তক স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ শুরু
অনলাইন ডেস্ক