শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে বান্দরবান জেলার লামা উপজেলায় এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ’র সহযোগিতায় ও তথ্য অফিস, লামার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা। সহকারী তথ্য কর্মকর্তা মো. রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা গিয়াস উদ্দিন, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনালী ব্যাংক ম্যানেজার আসাদুল ইসলাম ও সরকারী মাতামুহুরী কলেজের শিক্ষক শামসুল আলম। সভায় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদেরকে আদর যত্নের মাধ্যমে পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে। অপরদিকে বাল্যবিবাহের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশিরভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনই। তায় বাল্যবিবাহের সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সবার সচেতনতা।
লামায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে তথ্য অফিসের এডভোকেসি সভা
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি