চট্টগ্রামের ফটিকছড়িতে ‘বৃহত্তর ফটিকছড়ির ‘সমস্যা-সম্ভাবনা ও সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলাটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলা সদরের একটি রেস্তোরাঁর হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করে দৈনিক ফটিকছড়ি। সার্বিক সহযোগিতা করেছে লিম ফাউন্ডেশন বাংলাদেশ। দীর্ঘ তিনঘন্টা ব্যাপী এ মতবিনিময় সভায় ফটিকছড়ির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকেরা। পরে এসব বিষয়ের উপর বক্তব্য দেন অতিথিরা। দৈনিক ফটিকছড়ির প্রধান উপদেষ্টা ও লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ। সাংবাদিক সালাউদ্দিন জিকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাংবাদিক আহমদ আলী চৌধুরী,এস এম আক্কাছ উদ্দিন,জীবন মুছা,সোলাইমান আকাশ,ইকবালে হোসেন মন্জু প্রমুখ।