দীর্ঘ এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে রাঙ্গামাটির অন্যতম পর্যটন স্পট সাজেক ভ্যালী। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন।
তিনি জানান, গত ১নভেম্বর রাঙ্গামাটি জেলায় পর্যটক আগমনের উপর সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সাজেকে যেতে খাগড়াছড়ি সড়কপথ ব্যবহারসহ বিভিন্ন কারনে রাঙ্গামাটির সাজেকের উপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে খাগড়াছড়ি জেলায় পর্যটক আগমন উন্মুক্ত করে দেওয়ায় খাড়গাছড়ি হয়ে পর্যটকেরা রাঙ্গামাটির সাজেক ভ্যালীতে অনায়াসে যেতে পারবে।
পর্যটকদের সার্বিক নিরাপত্তাসহ সব বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।
এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গাামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় রাঙ্গামাটির সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালী।
পুনরায় পর্যটকদের জন্য সাজেক উন্মুক্ত করায় পর্যটন খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।