সন্দ্বীপ পৌরসভার নব নিযুক্ত পৌর প্রশাসক অং ছিং মারমা,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে ফুলেল শুভচ্ছা জানিয়ে বরণ করে নিলেন পৌরসভা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ।পৌর প্রশাসককে বরনের পর তারা তাৎক্ষনিক ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি উপস্থাপন করে ব্যবসায়ীদের পাশে থাকার আহবান জানান।
২৪ অক্টোবর রোজ বৃহঃস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত এই সৌজন্য স্বাক্ষাৎ ও বরণ এর সময় উপস্থিত ছিলেন পৌরসভা মার্চেন্ট এ্যাসোসিয়শনের সভাপতি মোঃ আকতার হোসেন,সাধারণ সম্পাদক আলী বাহাদুর সোহাগ,সহ সভাপতি ইসমাঈল হোসেন, সাংগঠনিক সম্পাদক – মোঃ আরফিন,অর্থ সম্পাদক পারভেজ চৌধুরী সহ আরো অনেক ব্যাবসায়ী নেতৃ বৃন্দ। পৌর প্রশাসক অং সিং মারমা ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বিষয়টি সব সময় আমার কাছে গুরুত্ব পাবে।বিশেষ করে বাজারের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা,ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সে যতটুকু ছাড় দেওয়া সম্ভব,ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ তাদের সব ধরনের প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো।আমার প্রতি অর্পিত দায়িত্ব অত্যান্ত স্বচ্ছতা ও সততার সাথে পালনের চেষ্টা করবো। এজন্য ব্যবসায়ী সহ সকল পৌরবাসী আমাকে সহযোগিতা করতে হবে।
