আজ ১৫ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে চট্টগ্রামস্থ পুরাতন চান্দগাঁও এলাকার হাজেরা তজু কলেজের মেধাবী শিক্ষার্থী সন্দ্বীপ সন্তান প্রবাল রায় অনিক। প্রবাল রায় অনিক খন্তার হাটস্থ সন্দ্বীপের স্বনাম ধন্য আয়ুর্বেদ চিকিৎসাকেন্দ্র -চন্দ্র বিরজা চিকিৎসালয়ের সত্বাধীকারী বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ দ্বীপন চন্দ্র রায় এর একমাত্র সন্তান।অনিক এর মায়ের নাম মাধবী রানী রায়।
অনিক এর স্থায়ী ঠিকানা সন্দ্বীপ পৌরসভা ৪ নং ওয়ার্ডের সুধীর রঞ্জন কবিরাজের বাড়ি।অনিক এক সময়ে সন্দ্বীপের জ্বরাগ্রস্থ মানুষের আয়ুর্বেদ চিকিৎসায় যিনি ব্যাপক অবদান রেখেছিলেন সেই সুধীর রঞ্জন কবিরাজের নাতি এবং কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন এর বড় ভাইয়ের ছেলে। বর্তমানে অনিক তার মা বাবাকে নিয়ে এনাম নাহার রথ বাড়িতে বসবাস করছেন। অনিক হাজেরা তজু কলেজ এর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে এ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। মেধাবী শিক্ষার্থী অনিক এর পারিবারিক সূত্র ও বিদ্যালয়ের শিক্ষকরা জানায়, পঞ্চম শ্রেণীর পিএসসি ও পুর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে সে ।
এক কথায় শিক্ষা জীবনের প্রথম ধাপ থেকেই অনিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছিলো।পড়ালেখার পাশাপাশি সে একজন ভালো কন্ঠ শিল্পী হিসাবে সাহিত্য, সংস্কৃতি ও মঞ্চ নাটকেও কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থী অনিক তার এ ভাল ফলাফলের জন্য নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, অন্যান্য পরীক্ষার মতো এবারও কাঙ্খিত ফল পেয়ে আমি অবশ্যই ভীষণ খুশি হয়েছি। ভবিষ্যতে আমি একজন খ্যাতনামা ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে দেশবাসী সহ সকল আত্মীয় স্বজনের কাছে আশির্বাদ চাই। এদিকে অনিক এর ভাল ফলাফলের জন্য তার প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাগনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার বাবা ও মা। আগামীতে ছেলের উচ্চ শিক্ষায় আরো অধিকতর সাফল্যের জন্য সকলের কাছে আশির্বাদ ও দোয়া চেয়েছেন অনিক এর মা-বাবা।