‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন’২০২৪ পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মোমোরিয়াল হলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাপ্পী মার্মা, সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, ইসলামিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ তমিজ উদ্দিন ও থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসাইন প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার উপকারিতা সহ বিস্তারিত তুলে ধরেন, ডা. মো. শহিদুল ইসলাম। সভায় সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। তাই জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা কৈশরকারীন স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী সহ ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এ টিকা নিতে পারবেন।