বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) এর চট্টগ্রাম জোন এর আওতায় পটিয়া সদর শাখা ও পটিয়া অঞ্চল এর শুভ উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ অক্টোবর উক্ত নতুন শাখা অফিস ও অঞ্চলের শুভ উদ্বোধন করেন এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) জনাব সামছুল হক।
উক্ত শাখা অফিস উদ্বোধন ও ঋণ বিতরণের সময় এসডিআই এর পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন,সহকারি পরিচালক আইটি মুহিত তানজিম হক,জোনাল ম্যানেজার এস.এম মিলন মিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক হুমায়ুন কবির ও নতুন শাখা অফিস এর ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন উদ্যোক্তা গ্রাহকের মাঝে ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নির্বাহী পরিচালক সামছুল হক বলেন এসডিআই ঋন কার্যক্রমের পাশাপাশি সারা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্রতা বিমোচনে ব্যাপক ভূমিকা রেখে আসছে। বিশেষ করে বিভিন্ন দূর্যোগকালীন সময়ে এসডিআই মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে।এসডিআই এর সেবার ব্যাপকতা আরো বাড়াতে আজকের এই শাখা অফিস ও অঞ্চলের উদ্বোধন করা হলো।