বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) চট্টগ্রাম জোন এর ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ও বকেয়া পরিকল্পনা চুড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় অফিসের সিনিয়র কর্মকর্তা ও চট্টগ্রাম জোন এর জোনাল ম্যানেজার সহ সকল আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক অংশগ্রহন করেছেন।
বাজেট অধিবেশ শুরুর আগে এসডিআই এর কেন্দ্রীয অফিস থেকে আগত প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক (সিইও) সহ সকল অতিথিদের হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম জোনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। ৫ অক্টোবর চট্টগ্রামের অভিজাত হোটেল এশিয়ান (এসআর) এ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-এসডিআই এর প্রতিষ্ঠাতা নির্বাহি পরিচালক সিইও জনাব সামছুল হক।বিশেষ অতিথি ছিলেন এসডিআই এর পরিচালক কার্যক্রম মোঃ কামরুজ্জামান, পরিচালক সাধারন সোহেলিয়া নাজনিন হক, পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন, সহকারি পরিচালক আইটি মুহিত তানজিম হক।
সভায় নির্বাহী পরিচালক জনাব সামছুল হক বলেন এই বাজেট সঠিক ভাবে বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ে ঋন গ্রহীতাদের আর্থ সামাজিক উন্নয়ন বৃদ্ধি ও সামাজিক মর্যদা বৃদ্ধি পাবে।পাশাপাশি তাদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধি সহ উদ্যোক্তাদের উৎপাদন ক্ষমতা বাড়বে।সর্বোপরী তাদের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে তারা সন্তানদের লেখা পড়া নিশ্চিত করা সহ, তাদের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধি শালী পরিবারের মতো জীবন উপভোগ করতে পারবে।তার জন্য ঋন গ্রহীতা ঋনের যথাযথ ব্যবহার নিশ্চিত করছেন কিনা তা আমাদের মনিটরিং করতে হবে।