আবরও মা হতে যাচ্ছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে সুখবরটি শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।
গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তানের খবর জানিয়ে কোয়েল লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।’ সঙ্গে হাত জোড়ের ও রেড হার্টের ইমোটিকন দেন তিনি।
খবরটি দিতেই তা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেত্রী।
২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালের করোনা মহামারির মধ্যে পুত্র সন্তানের মা হন কোয়েল। ছেলে কবীরের বয়স এখন সাড়ে চার। এরইমাঝে নতুন অতিথির আগমনী বার্তা। আর তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।