চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুর আহমেদ সিদ্দিককে (৪৬) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সিএমপি সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গতকাল বুধবার রাত পৌন ১০ টা দিকে নগরীর পাথরঘাটা এলাকার নজু মিয়া লেইন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুর আহমেদ সিদ্দিক নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটার ১নং হাজী নজু মিয়া লেইন এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।
জানা গেছে, নুর আহমেদ সিদ্দিক ৩৪ নম্বর ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর পুলক খাস্তগীরের সাথে রাজনীতিতে সম্পৃক্ত ছিলো এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেলের অনুসারী হিসেবে কাজ করতো।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মোঃ তারেক আজিজ।