চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম গত মঙ্গলবার (১ অক্টোবর) হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেছেন। তিনি প্রথমে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় কালে তিনি বর্তমান সরকারের গৃহীত কর্মসূচির নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এন মশিউজ্জামান। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদি আর রহিম জাদিদ, সিনিয়র সহকারী কমিশনার মো: আবু রায়হান, সহকারী কমিশনার খোন্দকার ফারজানা সেতু।
এরপর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপজেলার আওতাধীন কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ। পরে প্রকল্প বাস্তবায়ন দপ্তরের পক্ষ থেকে অগ্নিদূর্গত ১৭ পরিবার ও বজ্রপাতে নিহত এক পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ। পরে তিনি উপজেলা কৃষি বিভাগের কার্যালয় পরিদর্শন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শাবরীন, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) নিয়াজ মোর্শেদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসক হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরনের পর, বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন। পরে হাটহাজারী পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।