বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যালয়ে আসছেন না বোয়ালখালী পৌরসভার আওয়ামী লীগ পন্থী কাউন্সিলরা এদিকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পান সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা তিনিও দায়িত্ব গ্রহণের পর থেকে ছুটিতে আছেন। প্রশাসক ও কাউন্সিলরদের অনুপস্থিতিতে পৌরসভার ওয়ার্ড গুলোতে ওয়ারিশান, জাতীয়তা সনদ সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না ওয়ার্ডের বাসিন্দারা।
এমন অবস্থায় কীভাবে সেবা দেবেন, তা–ও বুঝতে পারছেন না পৌর সচিব মো.নজরুল ইসলাম তিনি বলেন , পৌর প্রশাসকের নির্দেশনা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্বাক্ষর ছাড়া কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। নিয়োগ প্রাপ্ত প্রশাসকের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। সরেজমিনে দেখা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ৪জন কাউন্সিলর ছাড়া বাকিরা কার্যালয়ে আসছে না ওয়ার্ড কাউন্সিলরদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বিভিন্ন ধরনের সনদ দেওয়ার ক্ষেত্রে।
এর মধ্যে রয়েছে জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ প্রদান। এ ছাড়া জন্মনিবন্ধন সনদও ওয়ার্ড কার্যালয় থেকে দেওয়া হয়। পৌর প্রশাসক ও কাউন্সিলররা না থাকায় পৌরসভার সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, প্রশাসকের অনুপস্থিতির বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।