চট্টগ্রামের পটিয়ায় হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি কোরবান আলী (৩৬) কে গ্রেফতার করেছ র্যাব-৭ এর একটি অভিযানিক টিম। সে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মৃত আবুল কাশেমের পুত্র।
র্যাব-৭ সূত্রে জানা যায়, কোরবান আলীর বিরুদ্ধে পটিয়া থানার মামলা নং- ২১, তারিখ- ২৭ আগস্ট ২০২৪ একটি হত্যা প্রচেষ্টা মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এজাহারনামীয় পলাতক আসামি মোঃ কোরবান আলী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন রাস্তার মাথায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল ২৯ আগস্ট আনুমানিক রাত ১০টার দিকে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কোরবান আলীকে গ্রেফতার করে।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে সদলবলে গত ০৪ আগস্ট চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আরাকান রোড এলাকায় দেশী এবং বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা ভিকটিমদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে তাকে পটিয়া থানায় হস্তান্তর করেন। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পটিয়ায় হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক